চলমান সংবাদ

অত্যবশ্যকীয় পরিষেবা আইন করে ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম স্কপ

চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অত্যবশ্যকীয় পরিষেবা আইন করে ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে।

নেতৃনৃন্দ বলেন, বিগত ৬ এপ্রিল ’২৩ চলমান সংসদে অত্যবশ্যকীয় পরিষেবা আইন ২০২০ নামে কতিপয় অত্যাবশ্যকীয় পরিষেবা নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করিবার লক্ষ্যে প্রণীত আইন শিরোনামে একটি আইন সংসদে উত্থাপন করা হয়েছে।

তারা বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই আইনটি ভিন্ন নামে উত্থাপন করা হলেও এই আইনের পরিধি আন্তর্জাতিক শ্রমমান ও জাতীয় শ্রম আইনে  স্বীকৃত শ্রমিক অধিকার অর্থাৎ ট্রেড ইউনিয়ন কার্যকলাপের উপর নির্বিচার হস্তক্ষেপ করা হয়েছে। উত্থাপিত আইনের বিভিন্ন ধারা উপধারায় বর্ণিত সেক্টর সমুহ লক্ষ্য করলে দেখা যাবে যে, এই আইন সরকারী বেসরকারী সকল সেক্টরে কর্মরত শ্রমিকদের উপর প্রসারিত ও বিস্তৃত এবং বিদ্যমান শ্রম আইনে বর্ণিত অধিকার খর্ব করবে।

বিবৃতিতে বলা হয়, ধর্মঘট আহ্বানকারীদের জেল জরিমানা মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপের সামিল।

স্কপ নেতৃবৃন্দ,  শ্রমিক অধিকারের উপর হস্তক্ষেপের এই আইন সংসদে উত্থাপন ও পাশ না করার আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো: শফর আলী,

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল  চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিমউদ্দিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের কাজী আলতাফ হোসেন,

বাংলাদেশ লেবার ফেডারেশনের নুরুল আবছার ভূইঁয়া,       সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মো. মহিনউদ্দিন, বাংলাদেশ ফ্রী ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কাজী আনোয়ারুল হক ট্রেড ইউনিয়ন সংঘের মো. মামুন         জাতীয় শ্রমিক ফেডারেশনের দিদারুল আলম চৌধুরী          , বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের মো. জাহেদউদ্দিন, জাতীয় শ্রমিক জোটের এ. কে. এম মোমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের হাসান শহীদ রানা প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ