চলমান সংবাদ

অধ্যাপক পরেশ চট্টোপাধ্যায়ের প্রয়াণ


বুদ্ধিজীবী মহলে বেশ সমাদৃত লেখক পরেশ চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। কানাডার সময় অনুযায়ী শনিবার আনুমানিক ভোর ৬ টা ৪৫ মিনিটে কানাডার রয়্যাল ভিক হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর। জানা যায়, মৃত্যুর আগে তিনি সাত-আটমাস ধরে ভীষণ অসুস্থ ছিলেন এবং দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
অধ্যাপক চট্টোপাধ্যায় মনে করতেন, মার্ক্স যে ধারায় সমাজতন্ত্রের প্রস্তাব করেছেন – সেটি এখনও প্রাসঙ্গিক, তাই প্রচলিত ‘মার্ক্সবাদী’ রাজনৈতিক পদ্ধতির বিরুদ্ধে তিনি নিরবচ্ছিন্ন তাত্ত্বিক সংগ্রাম করে গেছেন। সেই ধারাবাহিকতায় উনি রচনা করেন “Marx Associated Mode of Production”,  “Socialism and Commodity Production”, “Socialism In Marx’s Capital”, “The Marxian Concept of Capital & The Soviet” নামক বিচক্ষণ গ্রন্থগুলো। অধ্যাপক পরেশ চট্টোপাধ্যায় EPW-এর নিয়মিত লেখক ছিলেন। তিনি  Monthly Review-তেও লেখা প্রকাশ করতেন। এছাড়া, “Science and Society”,  “Historical Materialism” সহ সমর সে‌নের কাগ‌জের লেখক, এবং পরে ফ্রন্টিয়া‌রেও লি‌খে‌ছেন, আমৃত‌্যু পর্যন্ত। অধ্যাপক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা।

– কাজী তানভীর হোসেন, অধ্যাপক চট্টোপাধ্যায়ের তাত্ত্বিক সহযোগী।