চলমান সংবাদ

পরিদর্শন অধিদপ্তরের নির্দেশ সত্বেও পাওনা পরিশোধে গড়িমসি করছে ইউনিভার্সেল ইয়ার্ণ ডাইং কর্তৃপক্ষ

জনাব উজ্জল মিয়া আইডি নং -১৮, শিল্প নগরী তারাটিয়া সদর টাঙ্গাইলে অবস্থিত  ইউনিভার্সেল ইয়ার্ণ ডাইং লিমিটেড লিমিটেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি করতো। তার আইনানুগ পাওনা পরিশোধের জন্য বিগত ৪ ডিসেম্বর ’২২ টাঙ্গাইল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর ১২৪(ক) ধারায় আবেদন করে। বিগত ১৫ ডিসেম্বর ’২২ এই ব্যাপারে শুনানী অনুষ্ঠিত হয়। এতে মালিক পক্ষের প্রতিনিধিত্ব করেন জনাব আদনান চৌধুরী, আইন কর্মকর্তা , ও এহসান হক, ব্যবস্থাপক (এইচ আর এডমিন) এবং অভিযোগকারীর পক্ষে অভযোগকারী জনাব উজ্জল মিয়া স্বয়ং উপস্থিত ছিলেন। মধ্যস্থতাকারী হিসাবে পরিদর্শক আমিনুল ইসলাম উভয় পক্ষের যুক্তি তর্ক এবং বক্তব্য শ্রবণ করে ২৬ ডিসেম্বর ’২২ এর মধ্যে অভিযোগকারী জনাব উজ্জল মিয়ার সমুদয় পাওনা পরিশোধের নির্দেশ দেন। কিন্তু মালিক পক্ষের প্রতিনিধি উক্ত নির্দেশ লিখিত স্বাক্ষর দিয়ে মেনে নিয়েও ভুক্তভোগী উজ্জল মিয়ার পাওনা পরিশোধে গড়িমসি করছে। যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।