চলমান সংবাদ

চট্টগ্রাম সংবাদ

ট্রানজিট চুক্তির আওতায় ভারত থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে

বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চুক্তির আওতায় ভারতের পণ্য নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার রাতে ‘এমভি ট্রান্স সামুদেরা’ নামের কার্গো জাহাজটি বন্দরের এনসিটি জেটিতে নোঙর করে। জাহাজটিতে এক কনটেইনার পণ্য (রড) রয়েছে। এ চালানটি বাংলাদেশের ভূখণ্ড হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে (আসাম) যাবে। এই চালানটি চট্টগ্রাম বন্দর ও সড়কপথ ব্যবহার করে ভারতীয় পণ্য শ্যাওলা (সিলেট)-সুতারকান্দি (ভারত) স্থলবন্দর দিয়ে আসামে পরিবহনের দ্বিতীয় চালান। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি সমুদ্রবন্দর থেকে ‘ট্রান্স সমুদেরা’ জাহাজটি মঙ্গলবার রাতে মোট ১২৪ একক আমদানি পণ্য বোঝাই করে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এর মধ্যে মাত্র একটি কনটেইনারে টিএমটি বার আছে। এগুলো এসেছে ট্রানজিট পণ্য হিসেবে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে চালানটি নেমে, কনটেইনারটি সড়কপথে শ্যাওলা সিলেট হয়ে ভারতের সুতারকান্দি স্থলবন্দর হয়ে আসাম রাজ্যে পৌঁছবে। একই সঙ্গে চলতি সপ্তাহে মেঘালয় থেকে চায়ের কনটেইনার ভর্তি আরেকটি চালান ভারতের ডাউকি থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে এই চালান কলকাতা পৌঁছানোর কথা। এ দুটি চালানের মাধ্যমে পাঁচটি রুট বা পথে ট্রানজিট পণ্য আনা-নেওয়া শেষ হবে। এর আগে ২০২০ সালে ২১ জুলাই ট্রান্সশিপমেন্টের প্রথম চালানটি এমভি সেঁজুতি জাহাজে করে কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের চার কনটেইনার পণ্য এসেছিল। গত মাসে মোংলা বন্দর দিয়ে ট্রানজিটের আরেকটি সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় আমদানি-রপ্তানি দুই ধরনের পণ্য উঠানামায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর। বন্দর কর্তৃপক্ষ প্রতিদিন গড়ে ১০ হাজার একক আমদানি-রপ্তানি-খালি কনটেইনার ওঠানামা করছে; ফলে ভারত থেকে আসা-যাওয়া করা ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট পণ্য অনায়াসেই এই বন্দরে ওঠানো-নামানো সম্ভব। ট্রান্স সমুদেরা জাহাজের শিপিং এজেন্ট ম্যাঙ্গো লাইনের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল সুজন ভূইয়া জানান, কলকাতা বন্দর থেকে মোট ১২৪ একক আমদানি পণ্য বোঝাই করে জাহাজটি মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এর মধ্যে একটি কনটেইনারে ট্রানজিট পণ্য আছে। বাকি কনটেইনারে পণ্যের আমদানিকারক বাংলাদেশি ব্যবসায়ী। # ০৭.০৯.২০২২ চট্টগ্রাম #

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ সাংবাদিকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি সেকান্দর হোসাইন, কালের কণ্ঠের মীরসরাই প্রতিনিধি এনায়েত হোসেন মিঠু, যুগান্তর ও আজাদীর মীরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, আমার সংবাদের সীতাকুণ্ডর প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, ইত্তেফাকের মীরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ। মামলায় বিবাদী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহামদ খান রনি ও রেদোয়ান উদ্দিন। ২০২১ সালের ২২ মে কালের কণ্ঠে ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করায় মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলাটি (নম্বর- ৭০/২১) দায়ের করেন। # ০৭.০৯.২০২২ চট্টগ্রাম #

বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় আদালতে ছেলের স্বীকারোক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মো. হেলাল আদালতে স্বীকারোক্তি দিয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন হেলাল। নিহত মো. বেলাল হোসেন (৬০) নোয়াখালীর সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী হাসনাবাদ এলাকায় বসবাস করছিলেন তিনি। গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বেলাল হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন (১৮)। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে বাসার আসবাবপত্র ভাঙচুর করলে নিহত মো. বেলাল হোসেন কাস্তে হাতে নিয়ে ছেলের দিকে গেলে সে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় মো. বেলাল হোসেনকে বিএসবিএ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভাটিয়ারীর হাসনাবাদ এলাকা থেকে মো. হেলালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার আদালতে পাঠানো হয়। সেখানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিজের বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে হেলাল। # ০৭.০৯.২০২২ চট্টগ্রাম #

রাবার বাগান ও শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে- বন ও পরিবেশ মন্ত্রী

সপ্তাহব্যাপী “প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক ১ম শিল্প পণ্য মেলা” শুরু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন-বিএফআইডিসি’তে বিদ্যমান ১৮টি রাবার বাগানে বর্তমানে প্রায় ৩৮ লাখ ৭৮ হাজার রাবার গাছের মাধ্যমে বায়ুমন্ডল হতে অন্যান্য গাছের তুলনায় অধিক পরিমাণ কার্বণ শোষণ ও অক্সিজেন প্রদানের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত পাঁচ বছরে বিএফআইডিসি প্রায় ৩১ হাজার ৪০৩ দশমিক ৮ মেট্রিক টন রাবার উৎপাদিত হয়েছে ও ৫৩ দশমিক ৪৫ একর নার্সারি এবং ২ হাজার ৫৯৭ একর পুনর্বাসন সৃজন করা হয়েছে। রাবার শিল্পের উন্নয়নে বাংলাদেশ রাবার বোর্ডের ব্যবস্থাপনায় বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ৭ দিনব্যাপী “প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক ১ম শিল্প পণ্য মেলা”। সকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই মেলা উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এরপর বিকেলে নগরীর কালুরঘাটস্থ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন-বিএফআইডিসি’র কমপ্লেক্সের প্রধান ফটক নির্মাণ ও নিরাপত্তা শাখার বর্ধিতকরণসহ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন এবং কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-মন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব ও বিএফআইডিসি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম এবং বিএফআইডিসি চট্টগ্রাম জোনের মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন। এছাড়া, সরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা ও শিল্প ইউনিট ও বাগান ব্যবস্থাপকগণ এবং বিএফআইডিসি’র জোন দপ্তর ও কালুরঘাট কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরিবেশ, বন মন্ত্রী বলেন, দেশের বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঠজাত শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং রাবার চাষ প্রচলন ও উন্নয়নের লক্ষ্যে ১৯৫৯ সালে এক অধ্যাদেশ বলে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে চট্টগ্রাম, টাঙ্গাইল ও সিলেট মোট ৩টি জোনে ১৮টি রাবার বাগান ও চট্টগ্রামে ১টি রাবার ট্রেনিং সেন্টার আছে। চট্টগ্রামের কালুরঘাটে ৪টি ও কাপ্তাই রাঙ্গামাটি পার্বত্য জেলায় ১টি, ঢাকায় ২টি ও সিলেট ১টিসহ মোট ৮টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। চট্টগ্রামের কালুরঘাটস্থ ভারী শিল্প এলাকায় ৩৪.১৪ একর ও সিডিএ প্রদত্ত ৪.৬৭ একরসহ বর্তমানে সর্বমোট জায়গা রয়েছে ৩৮.৮১ একর। বিএফআইডিসি’র শিল্প ইউনিটে একদিকে যেমন কাঠ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঠের স্থায়িত্ব বৃদ্ধি করে কাঠ সম্পদের সঠিক সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়তা করেছে, অপরদিকে জীবনচক্র হারানো রাবার গাছ ব্যবহারের মাধ্যমে রাবার বাগানে পুনঃবাগান সৃষ্টির সুযোগ তৈরি করে অন্যান্য শিল্প ইউনিটে ট্রিটেড ও সিজন্ড রাবার কাঠ সরবরাহ দিয়ে তাদের চাহিদাও পূরণ করছে এবং বনজ কাঠের ব্যবহারের উপর চাপ হ্রাস করছে। বিএফআইডিসি’র রাবার বাগানের সামগ্রীক উন্নয়নের জন্য বিএফআইডিসি শক্তিশালীকরণ একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং শিল্প ইউনিট আধুনিকায়ন বা ফার্ণিচারের গুনগতমান বৃদ্ধির জন্য আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন-২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে। বিএফআইডিসি আইন-২০২২ ও প্রস্তাবিত প্রকল্প ২টি বাস্তবায়িত হলে বিএফআইডিসি’র শিল্প ইউনিট/বাগান তথা কর্পোরেশনের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। সভায় পরিবেশ, বন মন্ত্রী বিএফআইডিসি’র রাবার ও শিল্প সেক্টর আধুনিকায়নের জন্য প্রস্তাবিত প্রকল্প ২টি অনুমোদনের প্রতিশ্রুতি দেন। বিএফআইডিসি’র চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, বিগত অর্থ বৎসরে সার্বিক ভাবে কর্পোরেশন ২০.৩২ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। অপরদিকে বিগত অর্থবছরে সরকারি কোষাগারে ভ্যাট ও আইটি খাতে ৩৯.৫৪ কোটি টাকা জমা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে শিল্প ইউনিট ও রাবার বাগানসমূহে কাংখিত শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে আরও অধিক মুনাফা অর্জন করা সম্ভব হবে। সভায় কর্মকর্তারা বর্তমান চেয়ারম্যানের দক্ষ নেতৃত্বে গত একবছরে বিএফআইডিসি’তে অভূতপূর্ব উন্নয়ন যেমন-রাবার বাগানের কারখানায় আধুনিক ধুমঘর তৈরি, দ্রুততম সময়ের মধ্যে রাবার বিক্রি, শিল্প প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি স্থাপন, চট্টগ্রাম জোন দপ্তর ও কালুরঘাট কমপ্লেক্সের প্রধান ফটক নির্মাণ ও নিরাপত্তা শাখার বর্ধিতকরণ, কর্পোরেশনের ৮৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও বকেয়া উৎসাহ বোনাস প্রদানের মতো কার্যক্রম সাধিত হয়েছে। এছাড়া, বিএফআইডিসি’র গাজীপুর কালিয়াকৈরে একটি আধুনিক স্বয়ং সম্পূর্ণ ফার্ণিচার কমপ্লেক্স স্থাপনেরও উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। # ০৭.০৯.২০২২ চট্টগ্রাম #