চলমান সংবাদ

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (৮৬) আজ বুধবার দুপুরে ঢাকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছাত্র জীবন থেকেই গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ এবং আইনজীবী সমিতি সমূহের সমন্বয় পরিষদের নেতৃত্বে ৮০ দশকের সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’৬০-এর দশক থেকে তিনি ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির সাথে নানাভাবে যুক্ত ছিলেন। সেসময় সহযোদ্ধারা তাঁকে ‘ক্যাস্ট্রো’ নামে সম্বোধন করতো। পার্টির অনেক ঝুকিপূর্ণ গোপন কাজের সাথেও তিনি যুক্ত ছিলেন। তিনি সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বিশ্ব-শান্তি, প্রগতির একজন একনিষ্ঠ যোদ্ধা ছিলেন।

# ০৭/০৯/২০২২, ঢাকা #