চলমান সংবাদ

ছিনতাই চক্রের ১৪ সদস্য আটক, ২১৬টি চোরাই মোবাইল সেট উদ্ধার

 চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন ও মিউনিসিপ্যাল এলাকা থেকে ছিনতাই ও চোরাই মোবাইল ক্রয় চক্রের ১৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২১৬টি চোরাই মোবাইল সেট ও ছিনতাই কাজে ব্যবহার করা চারটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টা ও ১২ টার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টার ও মিউনিসিপ্যাল স্কুলের ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩), মো. কামরুল ইসলাম (৩৪), মো. আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), মো. ইয়াছিন আলম (২৫), মো. উজ্জল (২২), মো. মাসুদ (২০), মো. বাবলু (২৫), মো. জাহাঙ্গীর (২৮),মোহাম্মদ আল আমিন (২৬) ও মো. নয়ন হোসেন হৃদয় (২৬)। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ‘কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল সেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাই ও চোরাই মোবাইল ক্রয় চক্রের ১০ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন নামিদামি ব্রান্ডের ২১৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, অনেকদিন ধরে চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল সেট ক্রয়-বিক্রয় করে আসছে তারা। এদিকে কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বলেন, মঙ্গলবার রাতে ১০ থেকে ১৪ জনের ছিনতাইকারী দল নগরের মিউনিসিপ্যাল স্কুলের ফুটওভার ব্রিজের নিচ অবস্থান নেয়। ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন স্থানে এই চক্রের সদস্যরা ছিনতাইকারী করে আসছিল। ছিনতাইয়ের পর মোবাইল ফোনগুলো চোরাই মার্কেটে কম দামে বিক্রি করে দেয়। আসামিদের মধ্যে বাবুলের(২৫) বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে নয়টি এবং নয়নের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনে তিনটা মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। # ০৭.০৯.২০২২ চট্টগ্রাম #