চলমান সংবাদ

নগর ওয়ার্ড আ.লীগের সম্মেলন সেপ্টেম্বরে শেষ করার নির্দেশ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের

ওয়ার্ড সম্মেলন এ মাসের (সেপ্টেম্বর) মধ্যেই শেষ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৫টি থানার সাংগঠনিক কমিটির আহ্বায়কদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রথম পর্যায়ে ১৭টি ওয়ার্ডের সম্মেলনের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর সারাদিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির উপস্থিতিতে বাকী যেসব ওয়ার্ডে সম্মেলন হয়নি সেসব ওয়ার্ডে সাংগঠনিক অবস্থা যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করে সুবিধা অনুযায়ী সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, নগর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে আজকের সভা থেকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে যেসব ওয়ার্ডে সম্মেলন করা যায় নি, তা এ মাসের মধ্যে সম্মেলন করতে বলা হয়েছে। আগামী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সে সভায় ১৭টি ওয়ার্ড সম্মেলনের তারিখ এবং সময় নির্ধারণ করে দেওয়া হবে। মতবিনিময় সভায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিজনিত কারণে দৃশ্যমান সংকট যখন স্বাভাবিক হয়ে আসছে তখন বিএনপি জামাত আন্দোলনের নামে অবৈধ পথে সরকার উৎখাতের জন্য অরাজকতা ও নাশকতা সৃষ্টি করে যাচ্ছে। এর আগেও তারা বিভিন্ন অযৌক্তিক ইস্যুতে জ্বালাও-পোড়াও-সন্ত্রাস ও সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ রাজপথে থেকে তাদের প্রতিহত করেছে। এক্ষেত্রে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী জনগণকে সাথে নিয়ে রাজপথ দখলে রেখেছে। এবারও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে তার পুনরাবৃত্তি ঘটাতে তৃণমূল স্তরে সাংগঠনিক অবস্থানকে সুদৃঢ় করতে হবে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তার সাংগঠনিক কার্যক্রমগুলো চলমান রেখেছে। একইসাথে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। সভাপতির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অত্যন্ত সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় নির্দেশনা মেনে সংগঠনের তৃণমূল স্তরকে শক্তিশালী করে যাচ্ছে। আমরা আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ধর্ম সম্পাদক জহুর আহমদ। # ০৩.০৯.২০২২ চট্টগ্রাম