চলমান সংবাদ

চলে গেলেন চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতীম পুরুষ গাজী মাজহারুল আনোয়ার

চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতীম পুরুষ গাজী মাজহারুল আনোয়ার ৭৯ বছর বয়সে আজ ভোরে মৃত্যুবরণ করেছেন। তিনি একদিকে যেমন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক অন্যদিকে গীতিকার ও সুরকার। এ বাংলার সঙ্গীত জগতের অসাধারণ ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৬০ বছর ধরে বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজার গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার।’জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’ প্রভৃতিসহ তার লেখা অসংখ্য কালজয়ী গান রয়েছে। বিবিসি বাংলার তৈরি করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় এই গুণীজনের লেখা তিনটি গান মনোনীত হয়। এছাড়াও তিনি নান্টু ঘটক, শাস্তি, জীবনের গল্প, পাষাণের প্রেম, হৃদয় ভাঙা ঢেউসহ আরও অনেক কয়টি সিনেমার পরিচালনা করেন। তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অনেক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

# ০৪/০৯/২০২২, ঢাকা #