চলমান সংবাদ

দারুল ফজল মার্কেট সিলগালা করার সিদ্ধান্ত স্থগিত করার আহবান

দারুল ফজল মার্কেটস্থ বাংলাদেসগ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার অফিস

ছাত্র ইউনিয়নের আজ ২৩ জুন, ২০২২ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জেলা সংগঠনের সভাপতি এ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী বলেন, দারুল ফজল মার্কেট স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিভিন্ন রাজনৈতিক ও গণ সংগঠনের কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এখানে ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, মুক্তিযোদ্ধা অফিস সহ বিভিন্ন সংগঠনের সাংগঠনিক অফিস আছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রায় ৫০ বছর ধরেই দারুল ফজল মার্কেটের ৩য় তলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র ইউনিয়নের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। ৮০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলে ৩য় তলার ছাত্র ইউনিয়নের বর্তমান অফিস ঘরকে কেন্দ্র করেই ছাত্র ও জাতীয় আন্দোলন পরিচালনা করে। সেই থেকে এখন পর্যন্ত আমাদের সকল সাংগঠনিক কার্যক্রম এখানে পরিচালিত হয়। এ কথা সত্য দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সময়ে সবাইকে নিয়ে বসে ভবনটি পুনঃনির্মাণের জন্য আলোচনা করতে চাইলেও সকলের সহযোগিতার অভাবে তা আর হয়ে উঠেনি। ভবনটির কেবল ৩য় তলা সিলগালা সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা জেনেছি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কেবল ৩য় তলা সিলগালা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রশাসন থেকে। অথচ পুরো ভবনটিই ঝুকিপূর্ণ। তাই কেবল ৩য় তলা সিলগালা করাটা হবে ভুল সিদ্ধান্ত। কারন ২য় তলার ছাদও অনেক ঝুকিপূর্ণ। বিভিন্ন জায়গায় ছাদ থেকে প্লাস্টার খসে পড়েছে। এতে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সকল সংগঠনের নেতৃবৃন্দের সাথে সভা করে মালামাল স্থানান্তরে সময় দিয়ে অবিলম্বে এই ভবনটির ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হোক। এর আগে সকালে জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর দারুল ফজল মার্কেট ৩য় তলা সিলগালা করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে স্মারক পেশ করে।

# ২৩/০৬/২০২২, চট্টগ্রাম #