চলমান সংবাদ

চট্টগ্রামে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে চট্টগ্রাম আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নগরীর ১৫টি থানা, ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, বাদ্য-বাজনা নিয়ে মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাছান মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ সমশের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠার মধ্যদিয়ে এদেশের মানুষের সার্বিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত বাঙালি জাতিসত্তার মহতি অর্জন আওয়ামী লীগের মাধ্যমে অর্জিত হয়েছে। তাই আওয়ামী লীগ মানেই জনগণের আশা আকাঙ্খার বাস্তব প্রতিফলন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের কোন বিকল্প নেই। তাই সকল সংকীর্ণতা ও ব্যক্তি স্বার্থ পরিহার করেআগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলের ভিত্তিকে মজবুদ করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের মন জয় করতে হবে।

তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের বর্তমান অভাবনীয় উন্নয়নে অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে দিন রাত মিথ্যাচার এবং বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই আত্মতুষ্টিতে না ভোগে আমাদের ঘরে বসে থাকলে হবে না। কারণ ঘরের দরজায় দুষ্টগ্রহ যেকোন বিষ ফণা তুলতে পারে। ছোবল দেওয়ার আগেই ঔ ফণার মস্তক অবনত করতে হবে।

# ২৩.০৬.২০২২ চট্টগ্রাম #