চলমান সংবাদ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলা

নগরীতে স্বেচ্ছাসেবক দলের একটি কর্মী সভায় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় অতর্কিতে এই হামলায় পন্ড হয়ে যায় কর্মী সভা। হামলার জন্য ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেছে বিএনপি’র নেতাকর্মীরা। আহতদের মধ্যে ১৪ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- দেলোয়ার হোসেন, ফরহাদ, আজাদ চৌধুরী, জাকির হোসেন, বাবু, হাসান, শরিফ, আকাশ, মাসুদ রানা, ইমরান, ভুট্টো মাতব্বর, শাহেদ, ইমন ও সুজন। পূর্ব নির্ধারিত এই সভায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ প্রধান অথিতি ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন। অতর্কিত এই হামলায় মঞ্চ, চেয়ারও ভাংচুর করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিরোধ করতে চাইলে লাঠিসোঠা, হকিস্টিক দিয়ে পেটানো হয়। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, ‘তৃণমূলের কমিটি গঠনের লক্ষ্যে আমরা ওয়ার্ডে-ওয়ার্ডে কর্মী সমাবেশ করছিলাম। বুধবার বিকেল ৪টায় পাঁচলাইশ ওয়ার্ডে কর্মী সমাবেশ ছিল। সুন্নিয়া মাদ্রাসার পাশে একটি বাড়ির সামনের প্রাঙ্গণে আমরা সামিয়ানা টাঙিয়ে কর্মী সমাবেশের আয়োজন করেছিলাম। মূল সমাবেশ শুরুর প্রস্তুতি চলছিল, কর্মীরা মিছিল নিয়ে আসছিলেন। এসময় হঠাৎ লাঠিসোঠা, রামদা, হকিস্টিক নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি বলেন, এসময় তারা সমাবেশস্থল অভিমুখী একটি মিছিলের ওপর রাস্তায় আক্রমণ চালায়। এতে আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। দেলোয়ারের অবস্থা গুরুতর। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এত নেতাকর্মী আহত হওয়ার পর আমরা আর সমাবেশ করিনি। ছাত্রলীগ-যুবলীগের এই সন্ত্রাসী কর্মকান্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘বিএনপি কর্মী সমাবেশ করছিল। সেখানে আওয়ামী লীগের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে অবশ্য হামলাকারী ও হামলার শিকার কাউকেই পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। লিখিত অভিযোগ করলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ এর আগে, গত ২৫ মে রাতে নগরীর জিইসি মোড়ে একটি রেস্তোরাঁয় আড্ডার সময় নগর স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা হয়। এতে সংগঠনটির নগর কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুসহ সাতজন আহত হন। স্বেচ্ছাসেবক দল ওই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছিল। # ০১.০৬.২০২২ চট্টগ্রাম #