চলমান সংবাদ

হালদা নদী থেকে ১২ কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার

 দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদীতে ১২ কেজি ওজনের একটা মৃত মা কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকাল ১০টার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়েছে। তবে মাছের মৃত্যুর কারণ জানা যায়নি এখনো। মৃত এ মাছের ওজন ১২ কেজি এবং দৈর্ঘ্য ৩.৫ ফুট ও প্রস্থ ২.৫ (পেট বরাবর)। নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূঁইয়া বলেন, হালদা অস্থায়ী নৌ ক্যাম্পের এএসআই ওমর ফারুকের নেতৃত্ব এক অভিযানে সকাল ১০টার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে ভেসে আসা মৃত ওই কাতলা মাছটি উদ্ধার করা হয়। তবে মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের জন্য মাছটি গবেষকদের মাধ্যমে হালদা রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে। এরপরই মাছের মৃত্যুর কারণ জানা যাবে।
# ০১.০৬.২০২২ চট্টগ্রাম #