চলমান সংবাদ

চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন  আগামীকাল শীর্ষ পদপ্রত্যাশীরা ব্যস্ত লবিং-তদবিরে

চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন কাল সোমবার (৩০ মে)। এর আগে উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও সবার আগ্রহ যেন মহানগর যুবলীগের সম্মেলন ঘিরে। নগরীর কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৯ বছর পর বহু প্রতিক্ষিত নগর যুবলীগের নতুন কমিটি ঘোষণা হতে যাচ্ছে। কমিটির শীর্ষ পদের জন্য চলছে দৌড়ঝাঁপ, চলছে লবিং-তদবির। সম্মেলনে প্রধান অতিথি থাকছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, প্রধান বক্তা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃবৃন্দ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের তারিখ ঘোষণার পর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ভাব বিরাজ করছে। সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা এখন ব্যস্ত সময় পাড় করছেন। নগরীতে বিমানবন্দর, আগ্রাবাদ, লালখান বাজার, জিইসি মোড়, কাজির দেউড়ী মোড়, টাইগারপাস জিইসি মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ এলাকায় সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশিদের নামে ব্যানার, ফেস্টুন ছড়িয়ে গেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য চেষ্টা চালাচ্ছেন চট্টগ্রামের বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারীরা। নগর যুবলীগ সভাপতি পদের জন্য ৩৫ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৭২ জনের আবেদন জমা পড়েছে। নগর যুবলীগের সভাপতি পদে আলোচনায় আছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক এম আর আজিম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ পাল দেবু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুরনজিৎ বড়–য়া লাবু, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু, ছাত্রলীগ কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, আবদুল মান্নান ফেরদৌস, সুমন দেবনাথ প্রমুখ। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মো. সালাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিকুন্নবী চৌধুরী, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমন, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন। # ২৯.০৫.২০২২ চট্টগ্রাম #