চলমান সংবাদ

খাল-নালার বাঁধ অপসারণ চউক’কে ১০ দিনের সময় বেধে দিয়েছেন মেয়র

জলাবদ্ধতা নিরসণ প্রকল্পের জন্য খাল-নালায় দেয়া বাঁধ আগামী ১০ দিনের মধ্যে অপসারণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-চউক’কে সময় বেধে দিয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। ক’দিন আগে এক ঘন্টার বৃষ্টিতে বহদ্দারহাট, মুরাদপুরসহ অনেক এলাকায় জলজটের কারণে নাগরিক ভোগান্তি সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে বিগত কয়েক বছর ধরে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের স্বার্থে অনেকগুলো খাল ও নালায় বাঁধ দিতে হয়েছে এবং খাল-নালা ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এই বাঁধগুলো সরিয়ে বৃষ্টির পানি চলাচলের জন্য প্রকল্প বাস্তবায়ন সংস্থা ও চউক’কে বারবার তাগাদা দেয়ার পরও তারা বাঁধ অপসারণ করে নাই। যে কারণে এক ঘন্টার বৃষ্টিতে নগরীতে জলজটের সৃষ্টি হয়েছে। মেয়র আগামী ১০ দিনের মধ্যে সবগুলো খাল ও নালার বাঁধ অপসারণ করে পানি চলাচলের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রকল্প বাস্তবায়ন সংস্থাকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। রোববার (২৯ মে) সকালে চসিক পুরাতন নগর ভবনের কে.বি আব্দুচ সাত্তার মিলনায়তনে চসিক’র ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ১৬তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। মেয়র উন্নয়ন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে কোন প্রকল্পটি অগ্রধিকার দেয়া হবে তা ওয়ার্ড কাউন্সিলরদের মতামত নিতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন। তিনি হাটহাজারী রোডের কাজ চসিক নিজস্ব এ্যাসফল্ট প্লান্টের মাধমে দ্রুততার সাথে সম্পন্ন করা ও বারইপাড়া খাল খননের কাজ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করারও নির্দেশনা দেন এবং প্রতিমাসে কাজের অগ্রগতি প্রতিবেদন আকারে জমা দেয়ার কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি মেগা প্রকল্পের বাইরে নগরীতে ২১টি খাল রয়েছে তার উপর সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিদের্শনা দেন। এলইডি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হচ্ছে জানিয়ে তা নিরসনে জরুরি পদক্ষেপ নেয়া হবে বলে সভাকে অবহিত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, সচিব, বিভাগীয় ও শাখা প্রধানগণ। মেয়র চসিক মেমন হাসপাতালের আধুনিকায়নের কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে নগরীর আরবান স্বাস্থ্য কেন্দ্রগুলোকে কাউন্সিলরের ম্যাধমে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে বলে জানান। তিনি আগামী ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস কর্মসূচী সফল করার জন্য কাউন্সিলরদের সম্পৃক্ত করার আহ্বান জানান। মেয়র পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রমের উপর অসন্তোষ প্রকাশ করে বলেন, জোন ভাগ করে দেয়ার পরও সুপারভাইজারদের অবহেলার কারণে এখানো নগরীতে ময়লার স্তুুপ দৃশ্যমান যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। তিনি মশক নিধনের উপর গুরুত্ব দিয়ে বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রার্দূভাব বেড়ে যায় বিধায় এখন থেকে মশার ওষুধ ছিটানো ও পরিস্কার পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করে হবে। তিনি আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নগরীর কোরবানী পশুর বর্জ্য দ্রুততার সাথে অপসারণের জন্য এখন থেকে সার্বিক প্রস্তুুতি নেয়া এবং পশুর চামড়া যত্রতত্র ফেলা থেকে বিরত থাকার জন্য নগরবাসীকে সচেতন করতে হবে। # ২৯.০৫.২০২২ চট্টগ্রাম #