শিল্প সাহিত্য

মুজিব “- বঙ্গবন্ধুর বায়োপিকের ট্রেলার দেখে হতাশ দর্শকরা


১৯ মে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন “মুজিব ” ছবিটির ট্রেলার প্রকাশ পায়। ফ্রান্সের স্থানীয় সময় রাত ১০টায় প্রকাশিত ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর জীবনের এক ঝলক। এরপরই দেশের অনেক দর্শক হতাশা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর্দায় দুর্বল উপস্থাপনায় দেখে বিভিন্ন মহলে চলছে তুমুল সমালোচনা।

দীর্ঘ এক যুগ পর ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মাধ্যমে ফিচার ফিল্ম নিয়ে ফিরলেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।

সমালোচকরা বলছেন ভাড়াটিয়া পরিচালক দিয়ে করাটাই ভুল ছিল। আশি কোটি টাকার বাজেটের ছবি নিয়ে বেহাল দশা।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত আলোচিত এই সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, রিয়াজ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে সত্যি আমরা হতাশ । এত মহড়া, এত বাজেট, এত ঢাকঢোল পিটিয়ে রেজাল্ট আমরা সেভাবে পাবো না। অনেক ভুল রয়েছে যা স্পষ্ট । খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিতে পারতেন পরিচালক । যেমন ৭১ সেই এর মাইক্রোফোন, ৭ মার্চ বক্তৃতায় হাতে পাইপ ছিল এখন দেখি চশমা ।এ বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করবো। তবে রাইসুল ইসলাম আসাদ, খায়রুল আলম সবুজ, রিয়াজ, তৌকির , বাবু, দিলারা জামান ভালো অভিনয় করেছেন।

কম বাজেটের একটি মঞ্চ নাটকে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পেয়েছি যেভাবে সেভাবে এই বিশাল বাজেটের ছবিতে পাইনি। দর্শক আপনারাই বিচার করুন – দুটি ক্লিপ দেখে মন্তব্য করুন