চলমান সংবাদ

চট্টগ্রামে দুইঘন্টার ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে দুইঘন্টার ব্যবধানে এক কিশোরীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন লবন ব্যবসায়ী মো. খলিল মৃধা (৪৮) ও লিজা আক্তার (১৭)। পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ মে) দুপুর ২টার দিকে নগরীর কোতোয়ালী এলাকার একটি ব্যাচেলর বাসার দরজা ভেঙে খলিল মৃধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওমর আলী মার্কেটের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি তার মেয়ের জামাইকে সঙ্গে নিয়ে ব্যাচেলর বাসায় থাকতেন। কোতোয়ালী থানার এস আই বোরহান উদ্দিন বলেন, স্থানীয় প্রতিবেশিরা দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পেয়ে কোতোয়ালি থানায় যোগাযোগ করে। ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরবতীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে নগরীতে লিজা আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর বাকলিয়ায় মিয়াখান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। লিজা ওই এলাকার মো. এরশাদের মেয়ে। নিহতের বড় ভাই আকাশ বলেন, দুপুর ১টার দিকে রুমে ঢুকে দেখি লিজা ফ্যানের সঙ্গে ঝুলছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ওই কিশোরীকে পরিবার মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের বরাতে আত্মহত্যা বলে জানা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। # ২৪.০৫.২০২২ চট্টগ্রাম #