চলমান সংবাদ

চট্টগ্রামে বসন্ত উৎসব উদযাপিত

‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ঋতুরাজ বসন্তবরণ উপলক্ষে (১৪ ফেব্রুয়ারি) সোমবার দিনব্যাপী ‘বোধন বসন্ত উৎসব ১৪২৮’ উদযাপিত হয়েছে। বসন্ত আবাহন, আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য, নাটক, পিঠাপুলির সমারোহে দিনব্যাপী এ উৎসব সাজানো হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। প্রভাতী অনুষ্ঠানে বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ড. কুন্তল বড়–য়া, প্রশান্ত চক্রবর্তী। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন প্রবীর পাল। বৈকালিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি। তিনি বলেন,‘সাগর নদী পাহাড়বেস্টিত চট্টগ্রামের মতো মনোরম শহর পৃথিবীতে খুব কম আছে। আমরা চাই চট্টগ্রামে সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি পাক। আগামী বছর ডিসি হিলে বোধনের উদ্যোগে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে এবং সেখানে আমি নিজেই উপস্থিত থাকতে চাই। চট্টগ্রামের ডিসি হিল সাংস্কৃতিক কার্যক্রম এর জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হবে। বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, চসিক কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রশান্ত চক্রবর্তী স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রণব চৌধুরীর সঞ্চালনায় আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বোধনের সাবেক সভাপতি সুজিত রায়, বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ পারভেজ চৌধুরী। দলীয় সংগীত পরিবেশন করে সংগীত ভবন, অদিতি সঙ্গীত নিকেতন, সুরাঙ্গন বিদ্যাপীঠ, কলাবন্তী সঙ্গীত একাডেমী,গীতধ্বনি, ও উদীচী শিল্পী গোষ্ঠী। দলীয় নৃত্য পরিবশন করে ওডিসী এন্ড টাগুর ড্যান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যম একাডেমি, স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স, নৃত্য নিকেতন,সুরাঙ্গন বিদ্যাপীঠ,সঞ্চারী নৃত্যকলা একাডমেী, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমী, ঘুঙুর নৃত্যকলা একাডেমী, দি স্কুল অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স, আলোড়ন ডান্স একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়, গুরুকুল। এদিকে বোধন আবৃত্তি পরিষদের একাংশ নগরীর আমবাগানে রেলওয়ে জাদুঘরের সামনে শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চে বসন্ত বরণের আয়োজন করে। বংশীবাদনের মধ্য দিয়ে প্রাণের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম। এ আবহে রবীন্দ্র সংগীতশিল্পী কেশব জিপসী একক গানে বসন্তের চিরচেনা রূপ ধরা দেয় সংগীতভবন, সুরপঞ্চম, ধ্রুপদ সংগীত নিকেতনের দলীয় সংগীত পরিবেশনায়। কথামালার অতিথি ছিলেন চট্টগ্রাম ভারতীয় হাই কমিশনারের শুভেচ্ছা দূত জি.এস. যোশী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক ডা: এ. কিউ. এম সিরাজুল ইসলাম, লায়ন বাসুদেব সিংহ, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, সৈয়দ জাভেদ হোসেন, সাংবাদিক আলমগীর সবুজ, সাংবাদিক প্রণব বল, সাজ্জাদ কাশেম রেজা ও বোধনের সহ-সভাপতি অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী।

# ১৪.০২.২০২২ চ্টগ্রাম #