চলমান সংবাদ

চট্টগ্রামে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

সামরিক স্বৈরাচার এরশাদের গণবিরোধী শিক্ষা নীতি প্রত্যাহার,দমন নীতি বন্ধ এবং গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে জাফর, জয়নাল, দীপালী সাহা,কাঞ্চনসহ আরো অনেকে এবং পরদিন চট্টগ্রামে মোজাম্মেলকে হত্যা করে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাৎপর্যপূর্ণ এই ঐতিহাসিক দিনটি স্মরণে পরের বছর থেকে এইদিনকে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করা হয়। দিনটি স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে সোমবার বিকালে নগরের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। সোহেল ইকবালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, দীপন দাশ, ডা:ফজলুল হক সিদ্দিকী,কামাল উদ্দিন,রাজীব চন্দ,নবী হোসেন সালাউদ্দিন,ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না প্রমুখ। বক্তারা বলেন, অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী স্বৈরশাহীরা গনতন্ত্রকে অবরুদ্ধ করেছিল। সামরিক জানাতাদের দুঃশাসনের বিরুদ্ধে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সূচনালগ্নে জীবন উৎসর্গকারী মহান শহীদদের অনন্য অবদান স্মৃতির অতলে নিমজ্জিত হতে চলেছে। গণতন্ত্র ফিরিয়ে আনার দুঃসাহসী সংগ্রামে জীবন দানকারী জাতীয় বীরদের স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ আজ সময়ের দাবি। স্বৈরাচার প্রতিরোধ দিবস স্মরণে সোমবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার উদ্যগে কেন্দ্রীয় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নিশান রায়, অয়ন সেনগুপ্ত, সদস্য এস এম নাবিল, শুভ দেবনাথ, সৌরজিৎ, অরিত্র প্রমুখ। বক্তারা প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে ছাত্র সংসদ নির্বাচন দেয়া এবং সেদিনের ছাত্র আন্দোলনের দাবি অসাম্প্রদায়িক গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তারা স্বৈরাচার প্রতিরোধ দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান।

# ১৪.০২.২০২২ চট্টগ্রাম #