চলমান সংবাদ

মেয়াদোত্তীর্ণ মিষ্টান্নের কৌটায় নতুন তারিখের স্টিকার!

মেয়াদবিহীন পণ্য বিক্রি, পোশাকের গায়ে স্টিকারে টেম্পারিং করে অধিক দামে মূল্যহ্রাসের নামে বিক্রি, মেয়াদ ছাড়া ওষুধ বিক্রির দায়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৪৫ হাজার টাকার জরিমানা করেছে চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার সকালে নগরীর খুলশী ও চকবাজার থানা এলাকায় ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: দিদার হোসেন এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে ফার্মভীলে সুপার শপ ও বেকারিতে মেয়াদোর্ত্তীণ দই, রসমলায়ের পুরাতন স্টিকার তুলে নতুন স্টিকার দিয়ে বিক্রির করা তাদের জরিমানা করা হয়। এছাড়া মাহমুদ ফার্মেসীকে মেয়াদবিহীন ওষুুধ রাখায়, নির্ধারিত মূল্যে চেয়ে অধিক দামে খাবার বিক্রির দায়ে তাবা রেস্টুরেন্টকে, অননুমোদিত ও মেয়াদোর্ত্তীণ পণ্য ব্যবহার করে খাবার তৈরি করা হয় লেজেটলি রেস্টুরেন্ট এবং পোশাকের গায়ে থাকা মূল্য টেম্পারিং করে নতুন করে অধিক মূল্য সংযোজন করে মূল্যহ্রাস দেয়ার প্রতারণার অভিযোগে আর্টিজান ব্র্যান্ডকে জরিমানা করা হয়। চট্টগ্রাম এপিবিএন-৯ সদস্যরা অভিযানে সহায়তা করেন। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
# ০৫.০১.২০২২ চট্টগ্রাম #