চলমান সংবাদ

চট্টগ্রামেও করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু

চট্টগ্রামে দুই উপজেলার ষাটোর্ধ্ব বয়সী বাসিন্দাদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজের কার্যক্রম। প্রথম দিন ১৬০ জনকে অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম শুরু হয়। টিকার ম্যাসেজ প্রাপ্তি সাপেক্ষে পটিয়া ও কর্ণফুলী উপজেলার বাসিন্দাদের বুস্টার ডোজ দেয়া শুরু হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী এই ডোজ সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বয়স্ক জনগোষ্ঠীকে (ষাটোর্ধ্ব) টিকার আওতায় আনা হচ্ছে। তাদের ম্যাসেজ পাঠানো হচ্ছে। প্রথমদিন পটিয়া ও কর্ণফুলীর বাসিন্দাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হয়েছে। ধাপে ধাপে অন্যান্য উপজেলায়ও শুরু হবে বুস্টার ডোজের কার্যক্রম। কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী কতজনকে টিকা দেয়া হবে তা নির্ধারিত হবে। প্রথমে অ্যাস্ট্রজেনেকার টিকার বুস্টার ডোজ দেয়া হচ্ছে। এরপর টিকা প্রাপ্তি সাপেক্ষে মর্ডাণা ও ফাইজারের টিকা দেয়া হবে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, আমাদের আওতায় রয়েছে কর্ণফুলী ও পটিয়ার বাসিন্দারা। সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়। মোট ১৬০ জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। এই দুই উপজেলার বাসিন্দাদের অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ দেয়া শুরু করেছি। প্রতিদিন আমরা ১৬০-১৮০ জন ষাটোর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছি। এদিকে জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে নগরীতে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে নির্দেশনা পৌঁছে গেছে। সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ষাটোর্ধ্ব বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে। এ উদ্দেশ্যে বয়স্ক জনগোষ্ঠীকে মেসেজ পাঠানো শুরু হয়েছে। তবে মেসেজ ছাড়া কাউকে টিকা প্রদান করা হবে না বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়।
# ২৮.১২.২০২১ চট্টগ্রাম #