চলমান সংবাদ

সরকারী দপ্তরের কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বিলস এর মত বিনিময় সভা

– জাহাজভাঙ্গা শিল্পের স্বার্থে আইন ও বিধি বাস্তবায়ন করে শ্রমিকদের স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করার দাবি

শ্রম আইন ও বিধি বাস্তবায়ন করে জাহাজভাঙ্গা শিল্পকে শ্রমিকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মক্ষেত্র হিসাবে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর উদ্যোগে সরকারী দপ্তরের কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা অদ্য সকাল ১০টায় স্থানীয় এশিয়ান এসআর হোটেলে অনুষ্ঠিত হয়। জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক শ্রমিক নেতা তপন দত্তের সভাপতিত্বে এবং বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম দপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম,  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিক নেতা   এ এম নাজিম উদ্দিন, সিইউজের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, ইপসা কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীন, বিলস এর সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য, রিজওয়ানুর রহমান খান, ব্লাস্ট কর্মকর্তা এডভোকেট জিন্নাত আমিন, পরিবেশবাদী সংগঠন বেলার কর্মকর্তা ফারমিন ইলাহী, টিইউসি নেতা ইফতেখার কামাল খান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের মোঃ নূরুল আবসার, জাহাজ ভাঙ্গা শ্রমিক নেতা মোহাম্মদ আলী, বিএফটিইউসি নেতা কে এম শহিদুল্লাহ, মোহাম্মদ ইদ্রিস।

অনুষ্ঠানের শুরুতে জাহাজভাঙ্গা শিল্প সেক্টরের বর্তমান অবস্থার উপর ধারনা পত্র উপস্থাপন করেন ফজলুল কবির মিন্টু।

সভায় শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয় পত্র প্রদান, ২০১৮ সালে সরকার কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, ঠিকাদারের অধীনে চুক্তি ভিত্তিক অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করা, রাত্রিকালীন এবং অতিরিক্ত কর্মঘন্টা কাজ না করানো, শ্রমিকের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা, প্রত্যেক ইয়ার্ডে দক্ষ সেফটি অফিসার নিয়োগ প্রদান, শ্রমিকদের মান সম্পন্ন এবং উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি ব্যবহার নিশ্চিত করার দাবী জানানো হয়।

বক্তার বিদ্যমান জাতীয়-আন্তর্জাতিক আইন ও বিধিমালা, চুক্তি, কনভেনশন ও গাইডলাইন মেনে বিষাক্ত বর্জ্যমুক্ত জাহাজ আমদানী নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও নিরাপত্তামুলক পদ্ধতিতে জাহাজ-কাটা এবং কর্মরত শ্রমিকেরা যাতে কোন প্রকার স্বাস্থ্য ঝুকিঁতে না পরে তা নিশ্চিত করার দাবি জানান।

সভায় জাহাজ ভাঙা শিল্প এবং শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করে তাদের সবাইকে সেন্ট্রাল ডাটাবেজভুক্ত করে সেখান থেকে শ্রমিক নিয়োগ করার জোর দাবি জানানো হয়।

সভায় বিগত ২৫ ডিসেম্বর ২০২১ যমুনা শিপ ইয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন শ্রমিক মারাত্মক আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

# ২৮/১২/২০২১, চট্টগ্রাম #