চলমান সংবাদ

চট্টগ্রামে যুবক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

নগরীতে ছাত্রলীগ কর্মী নূরুল আলম রাজুকে খুনের মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৬ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ূব খান বলেন, পুলিশী তদন্তে পাওয়া তথ্য রাষ্ট্রপক্ষ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় এজাহারভুক্ত ছয় আসামিকে সাজা দিয়েছেন। বাকিদের নাম বিভিন্ন আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে এসেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতের কাছে বিশ্বাসযোগ্য না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। ২ জন আসামি শিশু হওয়াতে অন্য আদালতে মামলা চলমান রয়েছে। দন্ডিতরা হলেন- জহির, খোরশেদ, রকি, আইয়ূব, ইমন এবং ফিরোজ। আদালত তাদের যাবজ্জীবন দন্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছরের কারাবাসের সাজা দিয়েছেন। খালাস পাওয়াদের মধ্যে আছে- আকবর, তারেক, ফয়েজউল্লাহ, আলাউদ্দিন, পিন্টু, রবিন, হায়দার, নুরুল বশর, জিদান, হাসান, কাকন, জিয়াউদ্দিন, সাজ্জাদ ও মো. ইলিয়াছ এবং কিশোর বয়সী আরও দু’জন। আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় রেলগেইটের পাশে একটি বাদাম গাছের নিচে নুরুল আলম রাজুকে কুপিয়ে হত্যা করা হয়। ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিল রাজু। এ ঘটনায় রাজুর ভাই কুতুবুল আলম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ড শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। হত্যাকান্ডের পর পুলিশ জানিয়েছিল, লেখাপড়া না জানা রাজু ছাত্রলীগের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়িত ছিল। বিভিন্ন অপরাধের অভিযোগে রাজু একাধিক মামলার আসামি ছিল। আসামিরাও রাজুর বন্ধু এবং তারা একই রাজনীতি করত উচ্ছৃঙ্খল প্রকৃতির। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে এবং নিজেদের মধ্যে গ্রুপিংয়ের দ্বন্দ্বের জেরে বন্ধুরা মিলে রাজুকে খুন করে। আসামি পক্ষের আইনজীবী আহমদ কামরুল ইসলাম সাজ্জাত বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করি আসামিরা উচ্চ আদালতে খালাস পাবেন।
# ২৮.১২.২০২১ চট্টগ্রাম #