চলমান সংবাদ

বালুচরার বস্তিতে আগুন, নেভাতে কাজ করছে ফায়ারের ৩টি ইউনিট

চট্টগ্রামের বায়েজিদ থানার বালুচরায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চারটি গাড়ি। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে লাগা এ আগুন ৬টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কফিল উদ্দীন জানান, বালুচরার বখতেয়ার কলোনিতে আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ, হাটহাজারী ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪টি গাড়ি আগুন নেভাতে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা। তবে দোকান ও বাসাবাড়িতে লাগা এই আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় বাসিন্দা শিমুল কুমার গোস্বামী জানান, এই বস্তিতে আনুমানিক ২০টার অধিক বাসা রয়েছে। সেখানে বেশিরভাগই নিম্ন আয়ের লোকজন ভাড়ায় থাকেন।

# ১৮.১২.২০২১ চট্টগ্রাম #