চলমান সংবাদ

আদা-রসুনের ঝাঁঝ বেড়েছে, মাছের বাজার চড়া

চট্টগ্রামের খুচরা বাজারে আদা-রসুনের দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় রসুন কেজিতে বেড়েছে ৪০ টাকা আর আদার দাম বেড়েছে ১০ টাকা। গত কদিনে টানা বৃষ্টিপাতে আদা-রসুনের সরবারহ কম থাকায় এসব পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১০ নভেম্বর) নগরের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া ভারতীয় রসুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। অন্যদিকে কেজিতে ১০ টাকা বেড়ে চায়না আদা ১৪০ থেকে ১৫০ টাকায় এবং দেশি আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১শ’ টাকায়। কাজীর দেউড়ির এক ব্যবসায়ী মিজানুল ইসলাম বলেন, গত কদিনে টানা বৃষ্টির কারণে আদা-রসুনের সরবরাহ কম। তার উপর পরিবহনে বাড়তি খরচ তো আছেই। সবমিলিয়ে দাম বেড়েছে। এদিকে মাছের বাজার বেশ চড়া। গত সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বাজারে রুই কেজি প্রতি ২৫০ থেকে ২৮০ টাকা, কাতলা ৩শ’ থেকে ৩৫০, শিং মাছ ৩৫০-৪০০ টাকায়, বড় সাইজের প্রতিকেজি ইলিশ ১২শ থেকে ১৪শ টাকায়, পাঙ্গাস ১৫০, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ ও চিংড়ি ৬শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছ বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ গত সপ্তাহের তুলনায় কম। তাই দামটা এ সপ্তাহে কিছুটা বেশি। অন্যদিকে সবজির বাজারে প্রতিকেজি শিম ৪০ থেকে ৪৫, ফুলকপি ৪০, পটল ৪০ টাকা, মূলা ৩৮ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা ও ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫৫ টাকা, সোনালি ৩শ, লেয়ার ২২০ ও দেশি মুরগি ৪শ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

# ১০.১২.২০২১ চট্টগ্রাম #