চলমান সংবাদ

ভ্রাম্যমান মঞ্চে ‘পথে পথে বিজয়-গাঁথা’ মাসব্যাপী কর্মসূচি শুরু

মুক্তিযুদ্ধে শহীদদের অকাতরে আত্মদানের গৌরবগাথা এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে একটি ট্রাককে ভ্রাম্যমাণ মঞ্চে রূপান্তর করে ‘পথে পথে বিজয়-গাঁথা’ শিরোনামে মাসব্যাপী আয়োজনের সূচনা করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে নিউমার্কেট মোড়ে এ আয়োজনের সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র। তিনি বলেন, স্বাধীনতার আলোকবর্তিকা জ্বলজ্বলে রাখতে এবং স্বাধীনতার সূর্যোদয়ের শিখা অম্লান, সমুন্নত রাখতে আমাদের সজাগ থাকতে হবে। কথা ও কবিতায় অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান। কবি সৈয়দ শামসুল হকের নুরল দিনের সারাজীবন কবিতার নাট্যরূপ তুলে ধরেন নাট্যজন সুচরিত চৌধুরী। আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। এরপর উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন। নগরের সিআরবি সাতরাস্তার মোড়ে একই মঞ্চে কথামালায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর হোসাইন কবির, জ্যেষ্ঠ সাংবাদিক প্রণব বল ও মিন্টু চৌধুরী। বক্তারা বলেন, এখনো ধর্মান্ধ গোষ্ঠী ও সাম্প্রদায়িক অপশক্তি বাঙালির জাতীয়তাবোধে বার বার আঘাত হানছে। তাদের প্রতিহত করতে তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। এ পর্যায়ে আবৃত্তি করেন ইসমাঈল সোহেল, জসীম উদ্দীন, সেউঁতি মজুমদার, সুনিপুন সেনগুপ্ত। উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ -সভাপতি সুবর্ণা চৌধুরী, আবৃ্ত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল। পরে নগরের সিটি গেট ও চেরাগি পাহাড় মোড়েও ট্রাকে করে গান-কবিতা-কথামালায় অংশ নেন বোধনসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

# ১০.১২.২০২১ চট্টগ্রাম #