চলমান সংবাদ

ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষের ঘটনায় বাসচালককে আসামি করে মামলা, গেটম্যানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ থাকলেও আসামি করা হয়নি

– পূর্বাঞ্চল রেলের পৃথক তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেন, বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বাস চালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। অথচ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ওই রেলগেটে দায়িত্বরত গেটম্যানের অবহেলার অভিযোগ করলেও তাকে আসামি করা হয়নি। শনিবার (৪ ডিসেম্বর) রাত ১১টায় চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় নিউমার্কেট থেকে ভাটিয়ারি রুটে চলা ৭নং বাস (চট্ট-মেট্রো-জ-১১-১৬-২৩) চালককে অজ্ঞাত আসামি করা হয়। কিন্তু সেই বাসচালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে বাস-ট্রেন ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় রেল পুলিশ তিনসদস্যের তদন্ত কমিটি গঠনের পর রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দাফতরিক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এতে প্রধান করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারি পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে। এছাড়া রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ, সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) ফারুক হোসেন, সহকারী যান্ত্রিক প্রকৌশলী (অপারেশন)বজরুল রহমান ও সহকারী সার্জেন্ট চট্টগ্রামকে সদস্য করা হয়েছে। কমিটিকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় গেইটম্যান লোহার ব্যারিয়ার দিয়ে সড়কে যান চলাচল আটকেছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটি হয়েছে, তারাই তদন্ত করে এসব বের করবে। এ ঘটনায় গেটম্যানের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ দুর্ঘটনার পরপর রেলওয়ে পূর্বাঞ্চলের ডিআরএম তারেক মোহাম্মদ শামস তুষার বলেন, “বাস ও সিএনজি অটোরিকশা নিয়ম লঙ্ঘন করে লাইনে উঠে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। লাইনের কোনো সমস্যা ছিল না।” অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, শনিবার রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত বাসচালককে আসামি করে করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।’ তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী বাসটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে বাস ও অটোরিকশা রেললাইনের ওপর উঠে যায়। তাই মামলার একমাত্র আসামি বাসচালক। তবে তাকে এখনও চিহ্নিত করা যায়নি।’ মামলায় গেটম্যান আলমগীর ভূঁইয়াকে আসামি না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গেটম্যানের দায়িত্বে গাফেলতির অভিযোগ আছে। মামলাও দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যারা-ই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় নাজিরহাট থেকে চট্টগ্রাম রেলস্টেশনমুখী ডেমু ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশা ও একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন- সিএমপি ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত মো. মনিরুল ইসলাম (৪৮), প্রকৌশলী বাহা উদ্দিন সোহাগ (৩০) এবং এইচএসসি পরীক্ষার্থী সাদরাজ উদ্দিন শাহীন (১৮)। দুর্ঘটনায় আরো আটজন আহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করেন, দুর্ঘটনাস্থলের রেলগেটে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেলিনে আলমগীর ভূঁইয়া। ডেমু ট্রেনটি আসার সময় রেলগেটের পশ্চিম পাশের ব্যারিয়ার ফেলা হলেও পূর্ব পাশের ব্যারিয়ারটি ফেলা হয়নি। সিসিটিভি ফুটেজও তার স্বাক্ষ্য দিচ্ছে। দুর্ঘটনার সময়ও গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না। ওই সময় তিনি চা-নাস্তা খেতে বাইরে গিয়েছিলেন। দুর্ঘটনার পর এখনো তিনি পলাতক রয়েছেন। গেটম্যান আলমগীর ভূঁইয়ার অবহেলার বিষয়টি সুস্পষ্ট হলেও এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়নি সেই গেটম্যানকে।
# ০৫.১২.২০২১ চট্টগ্রাম #