চলমান সংবাদ

চট্টগ্রামে ২০টি স্পটে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

চট্টগ্রামে ষষ্ঠ ধাপে ২০টি স্পটে ট্রাকসেলে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেলসহ নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। রোববার (৫ ডিসেম্বর) থেকে এই বিক্রি কার্যক্রম শুরু হয়ে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হবে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ বলেন, রোববার থেকে চলতি অর্থবছরে (২০২১-২২) ষষ্ঠবারের মতো এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ট্রাকসেলে প্রতিকেজি চিনি ৫৫ টাকায়, ৬০ টাকায় মসুর ডাল, ১১০ টাকায় প্রতিলিটার তেল ও ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা দুই থেকে পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তিনি আরো বলেন, আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগরে ১২টি ও বিভিন্ন উপজেলায় ৮টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।
# ০৫.১২.২০২১ চট্টগ্রাম #