চলমান সংবাদ

কর দিয়ে সম্মাননা পেলেন ৪২ করদাতা আয়কর দেয়ার প্রক্রিয়া আরও সহজ করার আহবান

বৃহত্তর চট্টগ্রাম থেকে চার ক্যাটাগরিতে নির্বাচিত ৪২ করদাতাকে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম আয়কর বিভাগ। ২০২০-২১ করবর্ষে চট্টগ্রামের চারটি কর অঞ্চলের আয়কর দাতাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৪ নভেম্বর) সকালে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। চট্টগ্রাম কর অঞ্চল-১’র কর কমিশনার ও অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে আসতে পারেননি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম। কর কমিশন সূত্রে জানা যায়, দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা হিসেবে ১২ জন, সর্বোচ্চ করদাতা হিসেবে ১৮ জন, সর্বোচ্চ মহিলা করদাতা হিসেবে ৬ জন ও তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা ৬ জনকে সেরা করদাতা নির্বাচন করা হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাভিত্তিক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক। বক্তব্য দেন কর কমিশনার একেএম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জুমান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল ৩ মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার সিএমসিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী, কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, কর দিয়ে যারা দেশের উন্নয়নকে এগিয়ে নিচ্ছেন তাদের সামাজিকভাবে সম্মান দেওয়া হলে বড় স্বীকৃতি হবে। তিনি বলেন, ভিশন নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী। এর জন্য ভ্যাট ট্যাক্স দিতে হবে। কিন্তু ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি চাই। আমরা ভ্যাট দেব, ট্যাক্স দেব হয়রানিমুক্ত ভ্যাট- ট্যাক্স দেব। স্বেচ্ছায় দেশের উন্নয়নে ভ্যাট, ট্যাক্স দেব। কর সম্পর্কিত আইন কঠিন। এটি সহজ সরল ও জটিলতামুক্ত করতে হবে। তাহলে করদাতাদের ভীতি, হয়রানি কমবে। বক্তারা বলেন, দেশের উন্নয়নের চাবিকাঠি অভ্যন্তরীণ উৎসের রাজস্ব। উন্নত সভ্য জাতি গড়তে হলে কর দিতে হবে। করদাতা, গ্রহীতা ও সরকার একসূত্রে গাঁথা। আয়কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে হবে। ট্রেড ফ্যাসিলিটি বাড়াতে হবে। কর অফিস বিকেন্দ্রীকরণ করে সেবার পরিধি বাড়াতে হবে।
# ২৪.১১.২০২১ চট্টগ্রাম #