চলমান সংবাদ

রোহিঙ্গা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের চিঠি

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট পার্টির প্রভাবশালী সদস্য মার্কো রুবিওর ওয়েবসাইটে ৯ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চিঠির তথ্যটি প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির শুরুতে ২০১৭ সালের অনুপ্রবেশের পর থেকে ৯ লাখের বেশি রোহিঙ্গাকে সুরক্ষার জন্য বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণের সময় রোহিঙ্গাদের সুরক্ষায় সরকারের ভূমিকারও প্রশংসা করেছেন তাঁরা। তবে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, জীবিকার সুযোগ সীমিত হওয়া ও ভাসানচরে ‘বলপূর্বক’ স্থানান্তরের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সিনেটররা উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করেছেন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পরও কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে মানবিক সহায়তা কর্মী ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের ওপর আরোপিত বিধিনিষেধের প্রসঙ্গ টেনে মার্কিন সিনেটররা উদ্বেগ প্রকাশ করেছেন। রোহিঙ্গাদের জন্য সামাজিক সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে হলে শিবিরে মানবিক সহায়তা কর্মী ও সুরক্ষাকর্মীদের অবাধ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটররা।