চলমান সংবাদ

চট্টগ্রামে পূজামন্ডপে হামলা : গ্রেপ্তার আরো ৭ জন রিমান্ডে

চট্টগ্রাম নগরের জেএমসেন হল পূজামন্ডপে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আরও ৭ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত সোমবার (২৫ অক্টোবর) একই আদালত ১৬ আসামির রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, পূজামন্ডপে হামলা, ব্যানার-পোস্টার ছেঁড়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় ৭ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডে আবেদন জানানো হয়। আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘১৫ অক্টোবর জুমার নামাজের পর কুমিল্লার ঘটনায় প্রতিবাদী মিছিল থেকে জেএমসেন হলে হামলা করা হয়। পূজামন্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা ঢিল ছুড়ে এবং মন্ডপের ব্যানার ছিঁড়ে ফেলে। ফাঁকা গুলি ছুড়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । এই ঘটনায় পরদিন বিকেল পর্যন্ত ৮৩ জনকে আটক করা হয়। তাদের নামে এবং অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে ১৬ অক্টোবর থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদি হয়ে মামলা করেন কোতোয়ালি থানায়। জেএমসেন হল পূজামন্ডপে হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকসুর সাবেক ভিপি নূরের সংগঠন যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের মধ্যে ৭ জনের একদিন করে রিমান্ডে পাঠায় আদালত। শনিবার হাবিবুল্লাহ মিজান নামের একজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন আদালতে।
# ২৬.১০.২০২১ চট্টগ্রাম #