চলমান সংবাদ

চবি’র ভর্তি পরীক্ষা শুরু আজ থেকে, কঠোর নিরাপত্তা বলয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য এবার আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী। স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েকটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নিবে। এদিকে ভর্তি পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তার বলয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিরাপত্তায় থাকছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তাবাহিনীর প্রায় সাত শতাধিক সদস্য। এছাড়া জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গোটা ক্যাম্পাসকে আনা হয়েছে গোয়েন্দা নজরদারির আওতায়। সন্দেহভাজন ছাড়াও বিবাদমান বিভিন্ন সংগঠনগুলোর ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। সংঘর্ষ কিংবা র‌্যাগিংসহ অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সংবাদ সম্মেলনে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান ও প্রক্টরিয়ার বডির সদস্যরা উপস্থিত ছিলেন। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্নফাঁস বা জালিয়াতির কোনো রেকর্ড নেই। আমরা এবার সবধরণের ব্যবস্থা নিয়েছি। সবার সহযোগিতায় আমরা আশাকরি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো। তিনি বলেন, যাতায়াতে যাতে যানজট না হয় সেজন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। তাছাড়া সড়কপথে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া মেয়েদের হলগুলোতে পরীক্ষার্থীদের নারী অভিভাবকরা বিশ্রাম নিতে পারবেন। চবি প্রক্টর ড. রবিউল হাসান জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাদা পোশাকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭০০ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া জালিয়াতি রোধে প্রক্টরিয়াল বডি ও বিশেষ টিম রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরীক্ষার সময় প্রতিদিন চলবে ১১ জোড়া ট্রেন। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে থাকবে। চবি কর্তৃপক্ষ জানান, আগামী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তিযুদ্ধ। ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর দুই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘এ’ ইউনিটে পরীক্ষা দেবে ৬৮ হাজার ১১০ জন। ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৬৬৭ জন। ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন। ‘ডি’ ইউনিটে ৫৪ হাজার ২৪৪ জন। ‘বি-১’ উপ-ইউনিটে ২০২০ জন। ‘ডি-১’ উপ-ইউনিটে ২ হাজার ৯০২ জন। সব পরীক্ষা একাধিক শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে আসতে শুরু করেন। কেউ শাটল ট্রেনে আবার কেউবা বাস-সিএনজি যোগে পৌঁছাচ্ছেন ক্যাম্পাসে। আর পরীক্ষার্থীদের আগমনে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এছাড়া বিশ্বিবদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকছেন অধিকাংশ শিক্ষার্থী। ভর্তিচ্ছুদের আনাগোনায় আবাসিক হলে সৃষ্টি হয়েছে কোলাহলপূর্ণ পরিবেশ। ক্যাম্পাসের খাবার দোকান ও ক্যাফেটেরিয়ার মালিক কর্মচারীরাও পার করছেন ব্যাস্ত সময়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে এলাকাভিত্তিক সংগঠনগুলোর ব্যানার-পোষ্টার। এছাড়া ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্বিবদ্যালয়ের সার্বিক বিষয় বেশ সন্তোষজনক বলে মনে করছেন ভর্তিচ্ছুরা। সকালের শিফটে ভর্তি পরীক্ষার্থীরা ৯টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর (ঙগজ) ফরম দেওয়া হবে ১০টা ১৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে বেলা ১১ টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টায়। এছাড়া দুপুরের শিফটে পরীক্ষার্থীরা ২টা ১৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম দেওয়া হবে ২টা ৪৫ মিনিটে। প্রশ্ন দেওয়া হবে ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে ৪টা ৩০ মিনিটে।

# ২৬.১০.২০২১ চট্টগ্রাম #