চলমান সংবাদ

চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নগরের পতেঙ্গা থানাধীন হাদিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ রিপন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যানুযায়ী শপিং ব্যাগের ভেতর থেকে ১৩হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪০ লাখ ৭০ হাজার টাকা। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে চট্টগ্রামের সীতাকুন্ডে পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা ও ১ হাজার ৮০০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৃথক দুটি অভিযানে র‌্যাব-৭ ও সীতাকুন্ড মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরা হলেন- মো. ইদ্রিস মিয়া (৩৫) ও মো. তাইজুল ইসলাম (৩০) এবং আজিজুল হাকিম (২৪)। জানা যায়, মঙ্গলবার দুপুরে র‌্যাব-৭ এর একটি দল সীতাকুন্ডের কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ইদ্রিস ও তাইজুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সীতাকুন্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকা থেকে ১ হাজার ৮০০ ইয়াবাসহ আজিজুল হাকিমকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সীতাকুন্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। # ২৬.১০.২০২১ চট্টগ্রাম #