চলমান সংবাদ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চিকিৎসক, সেবক-সেবিকাদের কর্মসূচি

দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক, সেবক-সেবিকা,চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। হিন্দু ডক্টরস এসোসিয়েশন, চট্টগ্রাম এর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা,হত্যা, মঠ-মন্দির ও বাড়ীঘরে হামলা,অগ্নিসংযোগ, লুটতরাজ এর প্রতিবাদে্ আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বাসনা মুহূরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. প্রণয় দত্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, বিএমএ চট্টগ্রাম শাখার কার্যকরী পরিষদের সদস্য ডা. অসীম কুমার চৌধুরী প্রমূখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. চন্দন দাশ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৌমেন সরকার। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নাগরিক হিসেবে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মপালন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। একইসাথে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানানো হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন অপচেষ্টা কারী ও তাদের মদদদাতা এবং মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক, সেবক-সেবিকা, চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
# ২৩।১০।২০২১ চট্টগ্রাম #