চলমান সংবাদ

প্রাণ-প্রকৃতি ও ঐতিহ্য ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল নির্মাণ নয়

-ছবি এঁকে, গান, আবৃত্তি ও কথামালায় শিল্পীদের প্রতিবাদ

কালাচার অ্যান্ড হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের সিআরবি’র প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ সরব। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সিআরবি রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবার ছবি এঁকে, গান ও আবৃত্তি পরিবেশন করে চট্টগ্রামের প্রাণ-প্রকৃতি ধ্বংস করার যে প্রকল্প, তার প্রতিবাদ জানিয়েছেন শিল্পীরা। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী শিল্পীরা ক্যানভাসে রং-তুলির মাধ্যমে সিআরবি’র প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের ছবি এঁকে প্রতিবাদ করেছেন। শিল্পীর তুলিতে সিআরবির সবুজ যখন ফুটে উঠছে শিল্পী কন্ঠে তখন প্রতিবাদী গান ‘এন্ডে তোয়ারা হাসপাতাল বানাইলে আঁরা বাইচ্চুম কেন গরি’ (এখানে তোমরা হাসপাতাল বানালে, আমরা বাঁচবো কি করে)। কথামালায় নানা শ্রেণিপেশার মানুষ জানালেন, হাসপাতাল প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত চলবে চট্টগ্রামবাসীর আন্দোলন। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে সিআরবি সাত রাস্তার মোড়ে পরিবেশবাদী সংগঠন পিপল’স ভয়েস এর ব্যতিক্রমী আয়োজনে ছবি এঁকে, গান, আবৃত্তি ও কথামালায় সিআরবি রক্ষায় দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। ‘প্রাণ-প্রকৃতি ও ঐতিহ্য রক্ষায় সিআরবিতে হাসপাতাল নয়’ এই স্লোগানে পিপল’স ভয়েস সভাপতি শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখেন সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনকারী নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষক ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, জ্যেষ্ঠ শিল্পী গৌতম পাল, চবি চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল দেবনাথ, বাসদ নেতা মহিন উদ্দিন, লেখক তুষার কান্তি বসাক, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, সাংবাদিক প্রীতম দাশ, পিপল’স ভয়েসের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান। মিঠুন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে সিআরবি নিয়ে রচিত প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শঙ্কর দে, আলাউদ্দিন তাহের, সুজিত চক্রবর্তী ও জগন্নাথ দাশ। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী কঙ্কন দাশ, প্রণব চৌধুরী, সেলিম রেজা সাগর, তাসকিয়াতুন নূর তানিয়া ও সঞ্জয় পাল। কথামালায় ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, সিআরবি রক্ষার দাবিতে চট্টগ্রামের সব মানুষ প্রতিবাদে মুখর হয়েছে। আইনে সিআরবি হেরিটেজ ঘোষিত। কোনোভাবেই এর রূপ পরিবর্তন করা যাবে না। বেসরকারি হাসপাতাল করার জন্য যে টেন্ডার হয়েছিল সেখানে সিআরবি উল্লেখ ছিল না। অথচ টেন্ডারে সিআরবিকে প্রকল্প স্থান হিসেবে সিআরবি ঢুকিয়ে দিয়েছে। এটা কত বড় জালিয়াতি। এর জন্য জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানিয়েছি। আশাকরি তিনি হাসপাতাল প্রকল্প অন্যত্র সরিয়ে নেবার সিদ্ধান্ত দিয়ে চট্টগ্রামবাসীর কাছে স্বস্তির বার্তা পৌঁছে দেবেন। # ১২.০৮.২০২১ চট্টগ্রাম #