চলমান সংবাদ

‘সুরক্ষা’ অ্যাপ হ্যাক হয়নি, চমেক হাসপাতাল থেকেই পাঠানো হয় ‘ভুয়া’ এসএমএস

চট্টগ্রামে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ হ্যাক করে সার্ভারে প্রবেশের সন্দেহ করেছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। টিকাগ্রহীতা অনেকের মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে পাঠানো টিকা দেওয়ার তারিখ এবং সুরক্ষা অ্যাপের তারিখের মিল না থাকায় এই সন্দেহ করা হয়। গত মঙ্গলবার চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাব উদ্দিন চট্টগ্রামে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ হ্যাক করে সার্ভারে প্রবেশের অভিযোগ এনে নগরীর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, ওয়েবসাইট হ্যাক হয়নি। ‘সুরক্ষা’ সুরক্ষিতই আছে। অভিযোগ দায়েরকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকেই হচ্ছিল ‘ভুয়া এসএমএস’ পাঠানোর কারসাজি। তবে কারা এই কারসাজি করে আসছেন তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। জিডি’র অভিযোগে উল্লেখ করা হয়, চমেক হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে প্রতিদিন ৫-১০ জন অতিরিক্ত লোক ভ্যাকসিন নিতে আসছেন। এদের মোবাইলে এসএমএস গেছে। কিন্তু সেই তারিখের সঙ্গে সুরক্ষা অ্যাপের তারিখের মিল নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসায় তাদের সন্দেহ হয়, সাইটটি কেউ হ্যাক করে সার্ভারে ঢুকে অবৈধভাবে তারিখগুলো পাঠাচ্ছেন। বুধবার দুপুরে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, এই অভিযোগ পেয়েই আমরা তদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে বুঝতে পারি ওয়েবসাইট হ্যাক হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্র থেকে দশজন অপারেটর ভ্যাকসিন গ্রহীতাদের কাছে টিকার তারিখ নিশ্চিত করে এসএমএস পাঠান। এই দশজন অপারেটরের আইডি ও পাসওয়ার্ড একই। মূলত এই সুযোগ কাজে লাগিয়ে ভ্যাকসিন কেন্দ্রের অপারেটরদের কেউ বা কারা অতিরিক্ত ব্যক্তিদের কাছে অতিরিক্ত এসএমএসগুলো পাঠাচ্ছেন। আমরা নিশ্চিত হয়েছি, তাদের মধ্যেই কেউ এই কাজটি করছেন। ওসি বলেন, বিষয়টি নিয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাব উদ্দিনসহ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। কোন অপারেটর এই কাজটি করেছেন, কেন করেছেন- তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই অপারেটর এর বিনিময়ে কোন অনৈতিক সুবিধা নিয়েছেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কোনো ব্যক্তিকেই টিকা পেতে সমস্যায় পড়তে হবেনা। পূর্ব নির্ধারিত দিনে টিকা কার্ড ও এসএমএস সঙ্গে নিয়ে গেলে কেন্দ্রের কর্মকর্তারা তাদের টিকা দিতে বাধ্য থাকবেন। এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্র থেকে পাঠানো ভুয়া এসএমএস’র জেরে টিকা পেতে বিড়ম্বনায় পড়েছেন নগরের বেশ কয়েকজন টিকা গ্রহীতা। তাদের অভিযোগ, সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কয়েকদিন পর মোবাইলে টিকা গ্রহণের তারিখ উল্লেখ করে ম্যাসেজ আসে। যেখানে জানানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যেতে হবে। কিন্তু নির্ধারিত দিনে টিকা নিতে গেলে সেখানকার কর্মকর্তারা বেশ কয়েকজন জনকে টিকা না দিয়ে উল্টো হাসপাতালের উপ-পরিচালকের কার্যালয়ে নিয়ে দাঁড় করিয়ে রাখে ও মামলাসহ বিভিন্ন হুমকি দিতে থাকে।

# ২৮.০৭.২০২১ চট্টগ্রাম #