চলমান সংবাদ

ভিটামিনের কৌটায় ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ভিটামিন ওষুধের কৌটায় করে কৌশলে ইয়াবা বিক্রির সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে থানার নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের গ্রেপ্তারের কথা বুধবার বেলা ৩টার দিকে গণমাধ্যমকে জানায় পুলিশ। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ভিটামিন ওষুধের কৌটা ও মোড়কেই এসব ইয়াবা বিক্রি করছিল। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘পারভেজ ডবলমুরিং থানার চিহ্নিত মাদককারবারি। তিনি আগে গাঁজা বিক্রি করতেন। ২০১১ সালে ১২০ কেজি গাঁজাসহ ডবলমুরিং থানায় গ্রেপ্তার হয়েছিল। তার বাবা এবং ভাইও পুলিশের তালিকাভুক্ত মাদককারবারি।’ তিনি বলেন, ‘গতকাল রাত ১১টায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোডে টহল দেয়ার সময় হারুনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে হারুন ওষুধ কিনতে বের হওয়ার কথা জানায়। এ সময় তার কাছে একটি ভিটামিন বি কমপ্লেক্সের কৌটা পাওয়া যায়। পুলিশ সে কৌটার ভেতর ভিটামিনের বদলে ৪২ পিস ইয়াবা দেখতে পায়।’ ‘পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার হাড্ডি কলোনি থেকে গ্রেপ্তার করা হয় পারভেজকে। গ্রেফতার পারভেজের বিরুদ্ধে দুটি ও হারুনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরেকটি মাদক আইনে মামলা দায়ের করে আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। # ২৮।০৭।২০২১ চট্টগ্রাম #