চলমান সংবাদ

মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওয়ে ঢলের পানিতে মাছ ধরতে নেমে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দরগাহপাড়ার বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুসংলগ্ন এলাকা থেকে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর পাঁচ ঘণ্টা আগে নিখোঁজ হন তারা। মৃত ব্যক্তিরা হলেন ২৮ বছরের মো. ফারুখ, ২০ বছরের মো. মোরশেদ ও ১৪ বছরের দেলোয়ার। তারা সবাই ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের বাসিন্দা। রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বিশ্বাস জানান, বেলা ২টার দিকে উদ্ধার অভিযানে নামেন রামু ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে বিকেল ৫টার দিকে যোগ দেয় চট্টগ্রাম থেকে আসা একটি ডুবুরি দল। তারা তিন ঘণ্টার চেষ্টায় প্রথমে দুজনের এবং পরে অপরজনের নিথর দেহ উদ্ধার করে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন যুবকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তা পুলিশের কাছে দেয়া হয়। তারা মরদেহ পরিবারকে দিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি।
# ২৮।০৭।২০২১ চট্টগ্রাম #