স্বাস্থ্য

যোগ

– যোগিনী মন্জুরী

 যম

অহিংসা- হিংসা না করা। যখন একজন মানুষ পুরো আহিংস হবে তাকে কোন হিংস্র প্রানীও হিংস্রতা দেখাবে না।

সত্য- সত্য বলা, সত্য করা, সত্য ধারণ করা। যথন মানুষ পুর্ণ সত্য হবে তখন সে যা বলবে তাই হবে।   ভ্রম্মচার্য- সকল কামনা বাসনা কে নিয়ন্ত্রণ করে ভ্রম্মাকে চেনার চেস্টা করা।
অপরিগ্রহ- প্রয়োজন এর অতিরিক্ত কিছু গ্রহণ না করা।
অস্তেয়- অন্যের কাছ থেকে  কিছু না নেয়া।

নিয়ম

সুচি – পবিত্রতা,  শরীরে,  মননে, চিন্তায় পবিত্র  হওয়া।
সন্তুষ- সর্বঅবস্থায় সন্তুষ্ট থাকা।
স্বাধ্যায়-   অধ্যয়ন এর মাধ্যমে  নিজেকে জানা।
তপস্যা-  ভালো কিছু করার জোর চেস্টা  ।
 ইশ্বরপণিধা- আত্মা পরমআত্মা মিলন।
যম, নিয়ম যে পুর্ণ পালন করতে পারবে সে মানব থেকে পুর্ণ মানবএ রুপান্তর হবে।