চলমান সংবাদ

করোনায় চট্টগ্রামের কার্ডিওলজিস্ট ডা. মোস্তফার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় রাজধানীর বিএসবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ভর্তি ছিলেন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালেও।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রাহমান।

তিনি বলেন, চিকিৎসা পেশা শুরু থেকেই তিনি নিজ গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। প্রায় প্রতি শুক্রবার যেতেন গ্রামে। এক ছেলে এক মেয়েকে বনিয়েছেন চিকিৎসক। পরিবারের ভাইসহ আত্মীয়স্বজন ইউরোপ আমেরিকায় থাকার পরও সুযোগ পেয়েও তিনি দেশের মায়া ছেড়ে কোথাও যায়নি। ২৭ জুন অবস্থা অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

তিনি আরও বলেন, মোস্তফা কামাল চন্দনাইশের দোহাজারী জামিরজুরি গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক আবু তাহেরের মেঝ ছেলে। দোহাজারী-জামিরজুরির মানুষ বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের কাছেও তিনি জনপ্রিয়।

ডা. এসএম মোস্তফা কামাল ছিলেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি বেসরকারি ইউএসটিসি হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক প্রধান।

# ১৪ জুলাই ২০২১, প্রগতির যাত্রী #