চলমান সংবাদ

ছাত্রলীগ নেতা রোহিত হত্যার প্রধান আসামি গ্রেফতার

নগরীর দেওয়ানবাজার এলাকায় চসিক মেয়র এম রেজাউল করিমের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান রোহিত হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ জুন শনিবার রাতে ভোলার লালমোহন থানার হরিপুর থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশের বিশেষ টিম। আজ রবিবার গ্রেফতারকৃত রোহিতকে চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে কারাগারে পাঠানো হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রোহিত হত্যা মামলায় গ্রেফতারকৃত শাহাবুদ্দিন এক নম্বর আসামি। দীর্ঘ পাঁচ মাস ধরে তিনি পলাতক ছিলেন। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারের মাধ্যমে মামলায় অভিযুক্ত তিনজন আসামিকেই গ্রেফতার করা হয়েছে। গত ১৮ জানুয়ারি ভোররাতে চট্টগ্রামের কদমতলী ও রাজধানী ঢাকা থেকে মো. মহিউদ্দিন (২৯) ও সাইফুল ইসলাম বাবুকে (২০) গ্রেফতার করেছিল পুলিশ। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি শুক্রবার বিকালে সাড়ে ৪টার দিকে বাকলিয়ার দেওয়ান বাজার এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিমের সমর্থনে স্থানীয় কর্মী সমর্থকরা প্রচারণা শুরু করে। এই প্রচারণা কর্র্মসূচি দেওয়ানবাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কেডিএস গলিতে আসলে পূর্ব শত্রুতা এবং মাদক সংক্রান্ত বিরোধে দুস্কৃতিকারীরা ছাত্রলীগ নেতা রোহিতকে ছুরিকাঘাত করে। ঘটনায় গুরুতর আহত রোহিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ জানুয়ারি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোহিতের বড় ভাই জাহিদুর রহমান তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। # ১৩.০৬.২০২১/চট্টগ্রাম#