চলমান সংবাদ

স্ত্রীর নামে ৪ কোটি টাকার সম্পত্তি পিডিবি চট্টগ্রামের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম আজিম ও তার স্ত্রী নবতারা নুপুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ১৩ জুন রবিবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম মামলাটি দায়ের করেন। জানা গেছে, পিডিবি’র এই প্রকেৌশলী কর্মরত থাকাকালীন সময়ে দুই হাতে কামিয়েছেন টাকা। আর আইনের চোখকে ফাঁকি দিতে তার স্ত্রী নবতারা নুপুরের নামে করেছেন বাড়ি,গাড়ি,ব্যাংক ব্যালেন্সসহ কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই প্রকৌশলীর স্ত্রীর নামে ৪ কোটি ৭৫ লাখ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য। দুদকের দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ, অভিযুক্ত পিডিবি’র সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম আজিম দম্পতির বাড়ি চট্টগ্রামের বন্দর থানাধীন উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড (মুনির নগর)। এস এম আজিমের স্ত্রী নবতারা নুপুরের নামে উত্তর-মধ্যম হালিশহরে ক্রয়কৃত জমির উপর নির্মিত ৬ তলা ভবন সংক্রান্তে ৬৫ লাখ ৬৬ হাজার ৭৪৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ গোপন করার তথ্য দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। তাছাড়া বিভিন্ন ব্যাংকে মোট ২৮ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ গোপন করার তথ্য পাওয়া গেছে। নবতারা নুপুরের নামে মোট ৩ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৭৪৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ৭৫ লাখ ৭৪ হাজার ১০৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৮৫১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তির সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া এস এম এ আজিম চট্টগ্রামে চাকরিকালীন সময়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জিত সম্পত্তি আড়াল করতে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির ছদ্মবেশে বিনিযোগের মাধ্যমে স্ত্রী নবতারা নুপুরের নামে রূপান্তর বা হস্তান্তর করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও দন্ডবিধি ১০৯ ধারায় যা শাস্তিযোগ্য অপরাধ। এই ব্যাপারে মামলার বাদি দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বলেন, এস,এম আজিম ও তার স্ত্রী নবতারা নুপুর ৪ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় স্বামী-স্ত্রীর দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নেয়া হচ্ছে। # ১৩.০৬.২০২১ চট্টগ্রাম #