শিল্প সাহিত্য

যে

-সবুর খান

যে বাতাস তার আদুল গলার স্পর্শ নিয়ে ভোরের বেলা ভেসে বয়ে যায়
বাতাসের সে স্রোতে সে আমায় মুখ লুকোতে দাও
যে আলো ফোটন হয়ে তার চোখে মুখে ছড়িয়ে গড়িয়ে যায়
সে আলো কণা এ আমায় কুড়িয়ে নিতে দাও!
যে মেঘে বৃষ্টি হলে তার কপোলে চুলে জল ফোঁটা জলপরশ এঁকে এঁকে যায়
সে মেঘে সারাদিন এ আমায় ভিজিয়ে নিতে দাও।
যে ঘূর্ণি ধূলি মিলিয়ে তার আঁচল উড়িয়ে যায়
গায়ে আমার সে ধূলার পরশ বুলিয়ে দাও।।

(শহীদুল্লাহ হল, ঢাকা, ২৯/৭/১৯৭২)