চলমান সংবাদ

ভূমধ্যসাগরে দুই অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বাংলাদেশিসহ উদ্ধার ৫৭


সেন্ট্রাল ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ ওই নৌকায় থাকা আরো ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ সি-আই-ফোর৷ অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক৷ ছবি: মেলিসা মার্সি/সি-আই

সেন্ট্রাল ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ ওই নৌকায় থাকা আরো ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে অভিবাসীদের উদ্ধারে কাজ করা একটি জাহাজ৷ তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক৷

জার্মান এনজিও সি-আই পরিচালিত অভিবাসী উদ্ধারকারী জাহাজ সি-আই-ফোর ২৮ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে৷

ভূমধ্যসাগরে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মাল্টার অনুসন্ধান এবং উদ্ধার অঞ্চলে দুর্দশাগ্রস্ত একটি নৌকার ডাকে সাড়া দিয়ে এগিয়ে যায় সি-আই-ফোর নামের উদ্ধারকারী জাহাজটি৷ নাবিকেরা অভিবাসীবাহী নৌকাটির ডেকে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পান৷ তাদের মধ্যেই দুই জন মারা গেছেন৷

সি-আই এর অনুসন্ধান ও উদ্ধারকাজের প্রধান ইয়ান রিবেক বলেন, ‘‘দুই জন মানুষের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, যাদের জন্য সহযোগিতা এসেছিল অনেক দেরিতে৷’’

তিনি আরো বলেন, ‘‘ডেকের নিচে আটকে থাকা এবং বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শ কতটা নিষ্ঠুর হতে পারে তা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ৷’’

জীবিতদের উদ্ধার করা এবং গুরুতর আহত রোগীদের দ্রুত সরিয়ে নেয়ার কারণে নৌকায় থাকা বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীর জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি৷

সেন্ট্রাল ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত নৌকাটি থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে সি-আই-ফোর নামের উদ্ধারকারী জাহাজটির নাবিকেরা৷ ছবি: মেলিসা মার্সি/সি-আই
সেন্ট্রাল ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত নৌকাটি থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে সি-আই-ফোর নামের উদ্ধারকারী জাহাজটির নাবিকেরা৷ ছবি: মেলিসা মার্সি/সি-আই

উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি হলেও, মোট কতজন বাংলাদেশি সেখানে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি৷ যে দুইজন মারা গেছেন, তাদের জাতীয়তার বিষয়েও কোনো তথ্য দিতে পারেনি সি-আই৷

সংস্থাটির মুখপাত্র গর্ডেন ইসলার বুধবার ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন, ‘‘নৌকাটিতে থাকা বেশিরভাগ মানুষ ছিলেন বাংলাদেশি৷ এছাড়াও সিরিয়ান ও পাকিস্তানি নাগরিকও ছিলেন সেখানে৷ তবে, যে দুইজন মারা গেছেন, তারা কোন দেশের নাগরিক তা বলতে পারছি না৷’’

তিনি আরো বলেন, ‘‘আমরা ৫৭ জনকে উদ্ধার করেছি৷ দুর্ভাগ্যবশত, দুইজন ইতিমধ্যেই মারা গেছেন৷ চারজনকে সরিয়ে নেয়া হয়েছে৷ তাদের মধ্যে একজনকে মাল্টায় এবং তিনজনকে লাম্পেদুসায় পাঠানো হয়েছে৷ আমাদের জাহাজে এখন ৫৩ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন আর মরদেহ দুটি আছে৷’’

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম জানিয়েছে, ২০২৩ সালে সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত আড়াই হাজার মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছে৷ সংখ্যাটি তার আগের বছরের তুলনায় অন্তত ৭৫ ভাগ বেশি৷

টিএম/এআই (এএফপি)