শিল্প সাহিত্য

মে দিবস।

-সবুর খান

তোমরা যে কথা বলো প্রচার পুস্তিকায়,
তোমরা যে-বুলি ছাড়ো আকাশে হাওয়ায়
ইথারে বেতারে
আমরা সেগুলো শুনি শ্রমিকের কাতারে
প্রশস্ত বিশ্বাসে
বিশ্ব সংহতিকে চাওয়ায়
দিনে হপ্তায় মাসে।
১লা মে। একাত্তুর। এবারের দিনে মিথ্যার কবচ খুলে গ্যাছে, খুলে গ্যাছে বুলি আর প্রচারপত্রে বিশ্বশ্রমিকের সংহতি(?)
অনেক ত নিলে, নিপীড়িত আর নির্যাতিতের আত্মাহুতি অনেক হয়েছে, এদের বিতাগ্নি তোমাদের রূপ ঝলসে দিল, চিনে নিল পূবের লাল ধ্বজায় রক্তাশ্রয়ীর আদি অবয়বে,
বিশ্বাস এখনও প্যামফ্লেটতন্ত্রে?
পেয়েছে যোগান অনেক এ রণতন্ত্র
এখনও বাজে জোরে সে প্রচারযন্ত্র
লাল বইয়ের সুদীপ্ত আশ্বাসে
একই বিশ্বাস আসে-
উৎস সকল রাজনৈতিক শক্তির- বন্দুকের নল-
সত্য বটে
হিটলার সুহৃদ ইয়াহিয়া বন্ধু চৌয়েন লাই
বিশ্বস্ত ক্ষমতার দ্বন্দে বন্দুকের নলে তাই।
এসেছে এবারও মে দিবস- ভর করে ক্র্যাচে
মার্চ মার্চ লম্বা খাটো – রেড তিয়েন আন মেনে, প্যারেড স্কোয়ারে স্কোয়ারে
লাল বিকিনির মেলায়
বেলগ্রেড সোফিয়ায়।
তোমরা হেনে গ্যাছো চরম আঘাত – বিশ্বাসে।
তাই মিলেছেও প্রতুল বিত্ত জাতির চিত্তে , তিক্ত আত্মখোঁজে।আসে মলমাস, উত্তাল জোয়ারের বানে- ঈগলের ছোবল পেয়ে, সশব্দে কামানের
শুষ্ক শোকের ইতিহাসে।
মে দিবস। আবারো আসবে বছরে বছর ঘুরে
অনেক ভূমিঝড় ঝাপটে
আলো খুঁজে পথ দেখে
মুক্তদিনের প্রথমে এসে
এদেশের সবুজে এপ্রিলের শেষে॥

(ফকিরহাটি, ভাংগা,
এপ্রিল, ১৯৭১।)