শিল্প সাহিত্য

পাছে পৃথিবীর ঘুম ভেঙে যায়

-লীলা বতী

কেউ বা কারা আগুন পুহিয়ে চলে গেছে।
পড়ে আছে কিছু জ্বলন্ত কয়লা।দু’একটা
ফুলকি বাতাসে ভাসতে গিয়েও মিলিয়ে যাচ্ছে।
নেতিয়ে পড়া আগুনের সে জোর আর কোথায়?
যে দাও দাও করে জ্বলবে।

কুয়াশা-মাখানো জোছনায় আমি ভীত পা ফেলি।
আমার বড্ড ভয় নিজেকে,
এমন কি নিজের ছায়াকেও।
পাছে কেউ জেগে ওঠে,
পৃথিবীর ঘুম ভেঙে যায়।
জেগে ওঠে তার ঘুমন্ত শিশু,
টের পেয়ে যায় গৃহপালিত পশু?
এমন কি কুকুরিটি যে কিনা
আটটি ছানাকে বুকের ভেতর আগলে রেখে
ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্তে।

আমি নিঃশব্দে হাঁটি,কেঁদে ফেললে জল
শুষে নেয় নরম মাটি যেনো কারুকে
জাগতে না হয়।আমি যেনো মানুষ নই,
নই দেবী,বেঁদের মেয়েও যেনো হতে পারিনি।
আমি যেনোএকজন প্রেত
অথবা একজন নারী।
পৃথিবী ঘুমুলে আমি জোছনায়
হাঁটি,কুয়াশা জড়ানো জোছনা মাখি।।