চলমান সংবাদ

আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

শিক্ষাবোর্ড কর্মকর্তারা জানিয়েছেন।

যেসব ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল: www.educationboardresults.gov.bd , চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট www.bise-ctg.gov.bd – এ ফল পাওয়া যাবে। এর মধ্যে ফল প্রকাশের পরপরই (দুপুর ১২টা থেকে) শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল (বিষয় ভিত্তিক নম্বরসহ) পাওয়া যাবে।
ফল ঘোষণার পর মোবাইলের এসএমএস’র মাধ্যমে ফলাফল :
সব অপারেটর (টেলিটক, রবি, গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল) থেকে : মেসেজ অপশনে গিয়ে SSC  অথবা DAKHIL লিখে একটি space  দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর (Chi ) লিখে একটি space দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে একটি space দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
সংক্ষেপে : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ক্ষেত্রে SSC (space) Chi (Space) Roll (Space) 2022  লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
মাদ্রাসাবোর্ডের ক্ষেত্রে: Dakhil (space) Mad (Space) Roll (Space) 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
টেকনিক্যাল (কারিগরি) বোর্ডের ক্ষেত্রে : SSC (space) Tec (Space) Roll (Space) 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৫০ হাজার ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

# ২৮/১১/২০২২, চট্টগ্রাম #