চলমান সংবাদ

দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল

-অবিলম্বে ১০ দফা বাস্তবায়নের দাবি

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ১২ নভেম্বর শনিবার বিকেল ৩টায় দেবীদ্বার নিউমার্কেট ‘স্বাধীনতা চত্বরের সামনে প্রধানমন্ত্রীর আগাম দূর্ভিক্ষের ঘোষণার প্রেক্ষিতে সরকারের করনীয়, ভূমিহীন ক্ষেতমজুর শ্রমজীবী মানুষের খাদ্য, কর্ম, স্বাস্থ্যের নিরাপত্তাসহ ১০ দফা দাবী বাস্তবায়নে উক্ত মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

ক্ষেতমজুর নেতা আবুল কাসেমের সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড পরেশ কর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক এডভোকেট কমরেড অশোক দেব জয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য কমরেড সুধাংসু কুমার নন্দী, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি মোখলেসুর রহমান, সাফিয়া বেগম, যুবনেতা বিল্লাল হোসেন প্রমূখ।

বক্তারা প্রধানমন্ত্রীর আগাম দূর্ভিক্ষের ঘোষণার প্রেক্ষিতে সরকারের করনীয় সম্পর্কে বলেন- জান-মালের নিরাপত্তায় সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে দাম কমাতে করতে হবে, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, সরকারি বরাদ্দ দূর্নীতি মুক্ত করা, ১০০ দিনের কর্মসূচী পুন:রায় চালু, দূর্ভিক্ষ মোকাবেলায় ইউনিয়নে ইউনিয়নে খাদ্যগুদাম তৈরী ও মজুদ করা্র স্কিম চালু, দিনমজুদের কাজের মজুরি নিশ্চিত করা, গ্রামীণ মজুরদের জন্য পেনশন স্কিম চালু, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন প্রদান, গ্রামীণ মজুরদের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১০ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।
মানববন্ধন, সমাবেশ শেষে ক্ষেত মজুরদের ১০ দফা বাস্তবায়নের দাবীতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

# ১২/১১/২০২২, দেবীদ্বার #