চলমান সংবাদ

রাংগুনিয়ায় আবাদ না করায় তিন একর ৫১ শতক জমি খাস ঘোষণা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পর পর তিন বছর কৃষি জমি আবাদ না করায় তিন একর ৫১ শতক জায়গা খাস ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) একযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি অনাবাদি না রাখা সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রাঙ্গুনিয়া উপজেলার পাঁচ ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন এ জমিগুলো খাস ঘোষণা করা হয়।

জানা গেছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯২ (১) (গ) ধারা অনুযায়ী কোনও কৃষিজমি পরপর তিন বছর অনাবাদি রাখা হলে তা খাস করার বিধান রয়েছে। এ ধারার আলোকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন সময়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ফেসবুক পোস্টের মাধ্যমে সর্বস্তরের সব ভূমি মালিককে বিষয়টি অবহিত করেন।

বৃহস্পতিবার উপজেলার টিসি হাট ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ৭৭ শতক, কাউখালী ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ৭৪ শতক, ঘাগড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন এক একর, শিলক ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন এক একরসহ মোট তিন একর ৫১ শতক অনাবাদি জমি খাস ঘোষণা করা হয়। এসব জমিতে লাল পাতাকা উত্তোলন করে গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, চলমান বৈশ্বিক সংকটের প্রভাব সব দেশেই পড়েছে। আর এ সংকট মোকাবিলায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ছাড়া বিকল্প নেই। খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী অনাবাদি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিচ্ছেন। ইতোপূর্বে সবাইকে এ বিষয়ে অবহিত করা হলেও জমি অনাবাদি রাখায় উপজেলা প্রশাসন ও রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।