চলমান সংবাদ

নোংরা পরিবেশে রান্না, মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখায় চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

 এলাকার চেরাগী রেস্তারোঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া একই অভিযানে পণ্য মোড়কের বিধি না মানা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বহদ্দারহাট ও নন্দনকানের আরও তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বিধি না মেনে পণ্যে মোড়ক দেয়ায় নগরের বহদ্দারহাট এলাকার জান্নাত বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বাড়তি দামে ঔষধ বিক্রি করায় নগরের নন্দনকানন এলাকার কিউর ফার্মাকে ১০ হাজার ও বহদ্দারহাট এলাকার এস এ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরি ও নিয়ম মেনে পণ্যে মোড়ক না দেয়া এবং দোকানে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখা ও বাড়তি দামে ওষুধ বিক্রি করায় ফার্মেসি, বেকারি, হোটেলসহ ৪টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে। # ২০.০৯.২০২২ চট্টগ্রাম #