চলমান সংবাদ

পুলিশ সেজে বিএনপি নেতাকর্মীর ঘরে ঘরে অভিযান চালানোর হুমকি যুবলীগ নেতার

‘পুলিশ হয়ে’ বিএনপির নেতা-কর্মীদের দমনে তাদের ঘরে ঘরে ঢুকে অভিযান চালানোর হুমকি দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার । তিনি বলেছেন, ‘আমরা এক, দুই তিনবার দেখব… তৃতীয়বার আমরা পুলিশ হয়ে ঘরে ঘরে অভিযান চালাব… রাঙ্গুনিয়ার রাজনীতি রাউজান (পার্শ্ববর্তী উপজেলা) স্টাইলে রূপ নেবে। এখানে আর কোনো ছাড় দেওয়া হবে না।’ গত বৃহস্পতিবার রাঙ্গুনিয়ার পারোয়া ইউনিয়নে যুবলীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরে এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সেজে ঘরে ঘরে ঢুকে অভিযান চালানোর বক্তব্যের এ অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সামশুদ্দোহা বলেছেন, এটি তার রাজনৈতিক বক্তব্য। ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সামশুদ্দোহাকে আরও বলতে শোনা যায়, ‘এখানে আমাদের ভাইয়েরা আছে। তারা যদি বলে “আমরা আর পারছি না”, তাহলে আমরা অভিযান চালাব। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে কর্মী বাছাই করেছি। নাশকতা ঠেকাতে যুবলীগ প্রস্তুত আছে।’ বিএনপিকে আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, কিছুদিনের মধ্যে আমরা কিন্তু পুলিশ সেজে যাব। ঘরে ঢুকে ঢুকে অভিযান চালাব। রাউজান স্টাইলে এবার রাঙ্গুনিয়ায় রাজনীতি চলবে উল্লেখ করে উপজেলা যুবলীগ সভাপতি বলেন, এ এলাকায় বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। এখানে আমাদের ভাই-ব্রাদাররা আছে। তারা যদি কোনো সময় বলে আমরা পারছি না, তখন আমরা অভিযান চালাব। দলকে আশ্বস্ত করে তিনি জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বেছে বেছে কর্মী নেওয়া হয়েছে। নাশকতা ঠেকাতে যুবলীগ প্রস্তুত। বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের সরকারি বিভিন্ন প্রকল্পে অগ্রাধিকার দেওয়ারও দাবি জানান তিনি। তিনি বলেন, অনেক সরকারি সাহায্য আসছে। মন্ত্রীর মাধ্যমেও বিভিন্ন প্রকল্প আসছে। যারা যুগ যুগ ধরে আওয়ামী লীগ করেছে, না খেয়ে, মার খেয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ভাইরাল হয়ে পড়া এ বক্তব্য সম্পর্কে সামশুদ্দোহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার বক্তব্যকে কেউ বিকৃতভাবে উপস্থাপন করেছে। সাকা চৌধুরীর সময় আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। তাই এমন রাজনৈতিক বক্তব্য রেখেছি। এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার বলেন, আবেগাপ্লুত হয়ে সামশুদ্দোহা এই বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ‘সামশুদ্দোহার একটি আংশিক বক্তব্য ভাইরাল করা হয়েছে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য। তিনি কেন্দ্রীয় কমিটিতে যুবলীগের পদ প্রত্যাশী। তাই আমি মনে করি প্রতিদ্বন্দ্বিরা তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এটি করেছে।’ এদিকে প্রকাশ্য সভায় সামশুদ্দোহার এমন হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলার বিএনপি নেতারা। তারা বলছেন, এমন হুমকির পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারছে না কারণ তাদের অনেকগুলো মিথ্যা মামলার আসামি করা হয়েছে। পুলিশ প্রায় প্রতি রাতেই বাড়িতে বাড়িতে অভিযান চালায়। আর এখন যুবলীগ নেতা প্রকাশ্যে আমাদের বাড়িতে অভিযান চালানোর হুমকি দিচ্ছেন।’ এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকি গণমাধ্যমকে জানান, আলোচিত বক্তব্যটি তিনি কিছুক্ষণ আগে দেখেছেন। তবে সেটা কোন প্রেক্ষিতে দেওয়া হয়েছে সেটা তার জানা নেই। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে স্থানীয় একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে প্রাণনাশের হুমকি ও মানহানির ঘটনায় সামশুদ্দোহা সিকদারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছিল। # ২০.০৯.২০২২ চট্টগ্রাম #